৮০ রানে অলআউট বাংলাদেশ,ব্যর্থ টাইগাররা
নিউজ ডেস্ক:
|
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে মোটেই সুবিধা করতে পারল না বাংলাদেশ দল। সাব্বির রহমান, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুনদের মতো অভিজ্ঞদের নিয়ে বানানো ‘এ’ দল অলআউট হলো মাত্র ৮০ রানে। এমন ব্যাটিং বিপর্যয়ের দিনে ক্যারিবীয়দের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ ‘এ’ দল। সেন্ট লুসিয়ায় আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। ব্যাটিংয়ে বাংলাদেশের মতো ওয়েস্ট ইন্ডিজেরও অবস্থা ভালো ছিল না। ১০০ ওভারের ম্যাচ দুদল মিলে খেলতে পারেনি অর্ধেকও। বাংলাদেশ ব্যাটিং করে ২৩.২ ওভার অন্যদিকে ক্যারিবীয়রাও জয় পায় ২৩.২ ওভারে। এই মাত্র ৮০ রানের জয় পেতে তারাও ব্যাটিং বিপর্যয়ে পড়ে। কিন্তু ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামের বাংলাদেশের ছিল ভয়াবহ খারাপ। সুবিধা করতে পারেননি নাঈম শেখ, সাব্বির রহমান, সৌম্য সরকাররা। শুরুতেই শূন্যতে বিদায় নেন নাঈম। সৌম্য বিদায় নেন ১৫ রানে। এরপর একে একে বিদায় নেন সাইফ হাসান, মিঠুন, মাহমুদুল হাসান জয়, সাব্বির, জাকেররা। দলের হয়ে একজন কেবল ২০ এর ঘর অতিক্রম করেছেন। সর্বোচ্চ ২৫ রান এসেছে জাকেরের ব্যাট থেকে। বাকিরা সবাই হতাশায় ডুবিয়েছেন। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি বৃহস্পতিবার, একই মাঠে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ‘এ’ দল : ২৩.২ ওভারে ৮০ (নাঈম শেখ ০, সৌম্য ১৫, সাইফ ৬, মিঠুন ১২, জয় ৪, সাব্বির ৩, জাকের ২৫, মৃত্যুঞ্জয় ০, নাঈম ০, রকিবুল ৫, মুকিদুল ১*; ফিলিপ ৫-২-১৫-২, লুইস ৪.২-০-২৪-২, গ্রিভস ৭-০-২৫-৪, ম্যাকসুইন ৪-০-১০-১, স্প্রিঙ্গার ৩-০-৪-১)।
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল: ২৩.২ ওভারে ৮১/৬ (চন্দরপল ২৩, জশুয়া ১৭, বিশপ ০, ইমলাক ৫, আথানেজ ১৯, স্প্রিঙ্গার ৩, গ্রিভস ৬*, চার্লস ৩*; মুকিদুল ৭.২-০-৩৩-২, মৃত্যুঞ্জয় ৭-০-২৪-২, রকিবুল ৬-০-১৬-১, নাঈম ২-০-৬-০, সৌম্য ১-০-২-১)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ ৪ উইকেটে জয়ী। সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ ১-০তে এগিয়ে। ম্যান অব দ্য ম্যাচ: জাস্টিন গ্রিভস।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |