বরিশাল হোটেল চলছিল অনুমতি ছাড়াই: মেয়র তাপস
নিউজ ডেস্ক:
|
রাজধানীর লালবাগের দেবীদাস ঘাট লেনে বরিশাল হোটেল আইন মেনে ব্যবসা পরিচালনা করছিল না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস। মেয়র বলেন, হোটেলটির ব্যবসায়ীরা কোনো ধরনের ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা চালাচ্ছেন। হোটেলের পাশেই কারখানাটি অবৈধভাবে স্থাপন করা হয়েছিল এবং ব্যবসায়িক লাইসেন্স ছাড়াই চলছিল। যাঁরা এখানে বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ দিয়েছেন, তাঁদেরও বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন ছিল। গত সোমবার বরিশাল হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ছয়জন দগ্ধ হয়ে মারা যান। আজ বুধবার ঘটনাস্থল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের ফজলে নূর তাপস এসব কথা বলেন। মেয়র বলেন, ‘এমন দুর্ঘটনা রোধে আমাদের সচেতনতা প্রয়োজন। কিন্তু এসব ব্যবসায়ীকে কোনোভাবেই নিবৃত্ত করা যাচ্ছে না। আমরা কারখানায় হস্তান্তরের প্রক্রিয়া দ্রুত করার জন্য সরকারকে অনুরোধ করব। আপাতত সেখানে ৫০০টি হলেও যেন কারখানা হস্তান্তরের ওপর জোর দেওয়া হবে। আমাদের এমন অবৈধ কারখানা বন্ধে চিরুনি অভিযান চলছে। প্রতিবছর এমন দুর্ঘটনা ঘটছে। এগুলো সম্পূর্ণরূপে রোধ করা তখনই সম্ভব, যখন আমরা এসব কারখানা হস্তান্তর করে ফেলতে পারব।’ স্থানীয় বাসিন্দাদেরও এ বিষয়ে সচেতনতা জরুরি উল্লেখ করে মেয়র বলেন, ‘পাশাপাশি পুরান ঢাকাবাসীর বোধোদয় না হলে, এসব দুর্ঘটনা থেকে পরিত্রাণ পাওয়া যাবে না। আমরা এসব দুর্ঘটনা রোধে মন্ত্রী পরিষদ বিভাগের একটি প্রতিবেদন জমা দেব, যা আমাদের আঞ্চলিক ঝুঁকি কমিটি তৈরি করছে।’ এ সময় মেয়র বলেন, ‘পুরান ঢাকা হবে একটি পর্যটননগরী। সেখানে আমরা এটিকে ঝুঁকির নগরীতে রূপান্তর করে রেখেছি।’ ঘটনাস্থল পরিদর্শনের সময় স্থানীয় কাউন্সিলরসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক| দৈনিক আজবাংলা |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |