রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২৩ ভাদ্র ১৪৩১

বিশাল মিছিল নিয়ে নারায়ণগঞ্জ আ.লীগ সম্মেলনে গোলাম দস্তগীর গাজী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৩ অক্টোবর ২০২২, ০৮:৪৫ রাত | অনলাইন সংস্করণ

স্মরণকালের সবচেয়ে বড় মিছিল নিয়ে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের জেলা সম্মেলনে যোগ দিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।

রোববার (২৩ অক্টোবর) দুপুরে ২টায় ওসমানী স্টেডিয়ামের মাঠে এই সম্মেলন শুরু হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উদ্বোধক হিসেবে আছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ড. মো আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী, সংসদ সদস্য শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু।

সম্মেলন ঘিরে পদপ্রত্যাশীদের ও নেতাকর্মীদের ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো নগর। প্রায় দুই যুগ পর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।আর এতে পূনরায় সভাপতি হয়েছে আঃহাই ভুঁইয়া এবং সাধারণ সম্পাদক হয়েছে এড.আবু হাসনাত শহীদ বাদল।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ