রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২৩ ভাদ্র ১৪৩১

প্রতিটি আঘাতের উত্তর সময় হলেই দেওয়া হবেঃ রিজভী
নিউজ ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২, ০২:০৫ রাত | অনলাইন সংস্করণ
প্রতিটি আঘাতের উত্তর সময় হলেই দেওয়া হবেঃ রিজভী

ছবি । সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, হামলা করে রক্ত ঝরিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। আর প্রতিরোধ নয়, এবার প্রতিশোধ নিতে হবে। এই প্রতিশোধের জন্য নেতাকর্মীদের প্রস্তত থাকতে হবে।

চট্টগ্রামে মহাসমাবেশে যাওয়ার পথে হামলার শিকার ফেনীর আহত নেতাকর্মীদের দেখতে এসে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে তিনি একথা বলেন।

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের রামপুরের বাসায় অবস্থান করে নেতাকর্মীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন কেন্দ্রীয় বিএনপির এ নেতা।

চট্টগ্রামের মহাসমাবেশে যাওয়ার পথে পথে বিএনপি নেতাকর্মীদের আঘাত করাসহ বাধা দেওয়ার প্রতিবাদ জানিয়ে রিজভী আহমেদ বলেন, ‘প্রতি ফোঁটা রক্তের দায় সরকারকে নিতে হবে। প্রতিটি আঘাতের উত্তর সময় হলেই দেওয়া হবে।’

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল, চট্টগ্রাম মহানগর যুবদল সভাপতি মোশারফ হোসেন দৃপ্তি, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দীন আলাল, যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ