রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২৩ ভাদ্র ১৪৩১

রাসেলের রক্তস্নাত স্মৃতির বেদিতে গড়ে উঠুক মানবিক বিশ্ব: সজীব ওয়াজেদ জয়
নিউজ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২, ০২:১৮ রাত | অনলাইন সংস্করণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের রক্তস্নাত স্মৃতির বেদিতে একটি মানবিক বিশ্ব গড়ে উঠুক- এমন আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন বঙ্গবন্ধুর দৌহিত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও আইসিটি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। 


আজ সোমবার তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি এই আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। 


এতে তিনি লিখেছেন, ‘রাসেলের সেই আকুতি ঢাকা পড়ে গেলে নরপিশাচের অট্টহাসি আর ব্রাশফায়ারের শব্দে। মাথার খুলি উড়ে গেল, চিরতরে কণ্ঠ থেমে গেল শিশু রাসেলের। মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর, তার পাখির মতো অবুঝ শিশুটির শরীরেও অজস্র বুলেট গেঁথে দিল দেশদ্রোহী ঘাতকচক্র।’


তিনি আরও লিখেছেন, ‘পৃথিবীর আর একটি শিশুরও যেন এমন নির্মম মৃত্যু না হয়। নিরাপদে বেড়ে উঠুক দেশের প্রতিটি শিশু। রাসেলের রক্তস্নাত স্মৃতির বেদিতে গড়ে উঠুক একটি মানবিক বিশ্ব।’


শিশুদের প্রতি সহিংসতা রোধে প্রতিবছর ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ পালন করা হয়। 

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ