রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২৩ ভাদ্র ১৪৩১

ব্যর্থ শান্ত, বোল্ড হয়ে মাঠ ছাড়ছেন
নিউজ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১২ অক্টোবর ২০২২, ০৫:০৯ বিকাল | অনলাইন সংস্করণ
ব্যর্থ শান্ত, বোল্ড হয়ে মাঠ ছাড়ছেন

ছবি । সংগৃহীত

ত্রি-দেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে নিউজিল্যান্ডের দেয়া পাহাড়সম রান তাড়া করতে নেমে দুই বার জীবন পেয়েও বড় স্কোর ব্যর্থ হয়েছেন টাইগার ওপেনার নাজমুল হোসেন শান্ত। 

দুই ক্যাচ মিসের পর অ্যাডাম মিলনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন শান্ত। আউট হওয়ার আগে ২ চারের সাহায্যে ১২ বল মোকাবেলা করে ১১ রান করেন শান্ত।

এর আগে ট্রেন্ট বোল্টের প্রথম ওভারেই বল আকাশে তুলে দিয়েছিলেন শান্ত। বোলারসহ চার ফিল্ডার দৌড়ে এসে বলের দিকে তাকিয়ে থাকলেও ভুল বোঝাবুঝিতে কেউ হাত বাড়াননি। শূন্য রানে বেঁচে যান শান্ত।

তৃতীয় ওভারে এসে অ্যাডাম মিলনের বলে আরেকবার জীবন পান শান্ত। এবার মিডঅনে ক্যাচ ফেলে দেন টিম সাউদি। তবে বাঁচামরার সিরিজে পাহাড়সম রান তাড়ায় আজও বড় স্কোর ব্যর্থ হয়েছেন শান্ত। ১২ বলে ১১ করে ক্যাচ মিসের এক বল পরই বোল্ড হন মিলনের বলে।

এর আগে ক্রাইস্টচার্চে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে কিউইরা।  জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২০৯ রান।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ