অপ্রিয় হলেও সত্য, মুস্তাফিজই আমাদের সেরা বোলার
নিউজ ডেস্ক:
|
অপ্রিয় হলেও সত্য, মুস্তাফিজুর রহমানের সাম্প্রতিক পারফরম্যান্স এখন তলানিতে গিয়ে ঠেকেছে। বিদেশের মাটিতে এই পেসার বল হাতে একেবারেই মলিন। যা উইকেট শিকার করছেন তার অধিকাংশই দুর্বল দলগুলোর বিপক্ষে। গতকাল শুক্রবার ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেও দ্য ফিজ ছিলেন বিবর্ণ। ৪ ওভার বোলিং করে এ পেসার ছিলেন উইকেট শুন্য, বিনিময়ে বিলিয়েছেন ৪৮ রান। মুস্তাফিজের এমন পারফরম্যান্সের পরও তার উপর ভরসা রাখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ডের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন জানালেন মুস্তাফিজই টি-টোয়েন্টি সংস্করণে টাইগারদের সেরা বোলার। আজ শনিবার গণমাধ্যমে এসব কথা বলেন বিসিবির এই নির্বাচক। হাবিবুল বাশার সুমন বলেন, ‘দেখুন মুস্তাফিজকে নিয়ে এর আগেও একই প্রশ্নে আমরা বলেছি যে সে আমাদের খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। ওর সেরা ছন্দে থাকার ওপর আমাদের দলের পারফরম্যান্সটা নির্ভর করে। সাম্প্রতিক সময়ে হয়তো ওর সেরা পারফরম্যান্সটা পাচ্ছি না। আমরা এখনো বিশ্বাস করি মুস্তাফিজই টি-টুয়েন্টি সংস্করণে আমাদের সেরা বোলার। তাই বিশ্বকাপে ওর পারফরম্যান্সটা গুরুত্বপূর্ণ হবে।’ তবে নির্বাচক সুমন অবশ্য নিজেও চিন্তিত মুস্তাফিজের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে। বিশ্বকাপ শুরুর আগে বাঁহাতি এ পেসার তার সেরা ফর্মে ফিরবে বলে বিশ্বাস বাংলাদেশের সাবেক এই অধিনায়কের। সুমন বলেন, ‘হ্যাঁ আমরা চিন্তিত। তবে আশায় আছি আমরা যখন বিশ্বকাপের মূল পর্বে যাব, তখন মোস্তাফিজ ওর সেরা ফর্মটা ফিরে পাবে।’ ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল রোববার বেলা বারোটায় হেগলি ওভালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |