চালের দাম কেজিতে ৪ টাকা বাড়ে কোন যুক্তিতে, প্রশ্ন বাণিজ্যমন্ত্রীর
নিউজ ডেস্ক:
|
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে চালের দাম প্রতি কেজিতে সর্বোচ্চ ৫০ পয়সা বাড়তে পারে। কিন্তু কেজিতে দাম বেড়েছে চার টাকা। কেজিতে এত টাকা দাম বাড়ার কোনো যুক্তি আছে? কিন্তু ব্যবসায়ীরা এ সুযোগ নিচ্ছেন। আর ব্যবসায়ীরা যখন সুযোগ নেন, একেবারেই নেন। আজ বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। টিসিবি কর্তৃক নিম্ন আয়ের এক কোটি পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রমের হালনাগাদ তথ্য জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয়। এ সময় বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, আমার কাছে হিসাব আছে। তেলের দাম বাড়ার কারণে ট্রান্সপোর্টে বড়জোর ৫০ পয়সা বাড়তে পারে প্রতি কেজিতে। কিন্তু হয়েছে কত? ৪ টাকা বেড়ে গেছে। কোনো লজিক (যুক্তি) আছে, নাই। তার মানে সংশ্লিষ্টরা সুযোগটি নিয়ে নিয়েছে। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের একটু সময় দেন। আমরা সবাই মিলে চেষ্টা করছি। ডলারের দামটা অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। খুব চেষ্টা করা হচ্ছে, কীভাবে কী করা যায়। আপনারা সবই জানেন, সরকার চেষ্টা করছে। আমরা স্বীকার করেছি, আমরা কষ্টে আছি। এ কষ্টকে লাঘব করতে প্রধানমন্ত্রী চেষ্টা করছেন। চালের দাম ৫০ পয়সার বিপরীতে ৪ টাকা বেড়েছে। এ বিষয়ে কী ব্যবস্থা নেবেন- জানতে চাইলে তিনি বলেন, সেটা আমরা দেখব। সুযোগ যখন নেয় সবাই একবারে লাফ দিয়ে নেয়। কিন্তু আমরা তো এসব একবারে শেষ করতে পারব না। তাদের সঙ্গে বসে সেটেল করতে হবে।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |