শুক্রবার ২২ নভেম্বর ২০২৪ ৭ অগ্রহায়ণ ১৪৩১

সমস্যা সমাধানে রাজনৈতিক ঐক্য প্রয়োজনঃ বদিউল আলম
নিউজ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৩ রাত | অনলাইন সংস্করণ
সমস্যা সমাধানে রাজনৈতিক ঐক্য প্রয়োজনঃ বদিউল আলম

ছবি । সংগৃহীত

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, আমাদের উন্নয়ন হচ্ছে কিন্তু উন্নতি হচ্ছে না। চারদিকে অবনতির ধ্বংসস্তূপ দেখছি। অবনতির কারণে আমরা মহাসংকটে আছি। সমস্যা সমাধানে আমাদের রাজনৈতিক ঐক্য প্রয়োজন। 

বুধবার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে গণতন্ত্র মঞ্চের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার অনির্বাচিত হলেও এর প্রতি মানুষের আত্মবিশ্বাস আছে। নির্বাচনই ক্ষমতা বদলের মাধ্যম। সমস্যা সমাধান করতে পারলে আমাদের গণতান্ত্রিক উত্তরণ ঘটবে। তবে সমস্যা সমাধানে শুধু একটি সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়। বস্তুত নির্বাচন হলো পূর্বশর্ত। নির্বাচিত হওয়ার পর ক্ষমতাপ্রাপ্ত দল কি করে সেটা দেখার বিষয়। 

সমস্যা সমাধানে তিনি ২১ দফা সংস্কার প্রস্তাব তুলে ধরেন। দফাগুলো নিয়ে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান। ২১ দফা নিয়ে তিনি বলেন, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন প্রয়োজন, মনমানসিকতার পরিবর্তন প্রয়োজন, নির্বাচন ও নির্বাচনকালীন সরকারের সংস্কার করতে হবে, স্বাধীন বিচার বিভাগ, সাম্প্রদায়িকতার অবসান, তরুণদের জন্য বিনিয়োগ, নারীর ক্ষমতায়ন, পার্বত্য শান্তি চুক্তির সঠিক বাস্তবায়নসহ বিভিন্ন সংস্কার প্রয়োজন। 

বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, দেশের ১৫ আনা মানুষ কালকেই সরকারের পদত্যাগ চায়। সংবিধান পরিবর্তন না করে সরকার পরিবর্তন হলে যিনি সরকারে আসবেন তিনিও শেখ হাসিনার মতো কর্তৃত্ববাদী হবেন। তাই নির্বাচনের আগে সংবিধানের সংস্কার করতে হবে।

তিনি বলেন, দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে। দেশের কোনো মানুষ বিশ্বাস করে না যে, এই সরকারের অধীনে সঠিকভাবে ভোট দিতে পারে। যেই সরকার মোমবাতি প্রজ্জালন কর্মসূচিতে হামলা করে সিনিয়র নেতাদেরকে হামলা করে, তাদের কাছে আর কি চাওয়ার আছে। এমন কর্তৃত্ববাদী সরকার অবাধ নির্বাচন করবে এটা কোনো সাধারণ কথা না, এটা কাণ্ডজ্ঞানহীন কথা। 

তিনি আরও বলেন, আমরা একটি অন্তবর্তীকালীন সরকার চাই। এই সরকার নির্বাচনের আগে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করবে এবং বিদ্যমান সংকটের সমাধান করে নির্বাচন দেবে। আমরা অতীতের ভুলগুলো করতে চাই না। আমরা একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র চাই।

মতবিনিময় সভায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির সঞ্চালনায় বক্তব্য রাখেন জেএসডির সভাপতি আসম আবদুর রব, অর্থনীতিবিদ ড. আনু মোহাম্মদ, ড. আসিফ নজরুল, নুরুল হক নুর, হাসনাত কাইয়ুমসহ গণতন্ত্র মঞ্চের নেতারা। 

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ