বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১

খালেদা জিয়া কে পদ্মাসেতু থেকে পদ্মা নদীতে টুশ করে ফেলে দেওয়া উচিত শেখ হাসিনা
নিউজ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১৮ মে ২০২২, ১০:১৯ রাত | অনলাইন সংস্করণ

বুধবার (১৮ মে) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ সভাপতির স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামিলীগের সভাপতি শেখ হাসিনা বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ তার কিছু দোসরদের পদ্মাসেতুতে নিয়ে সেখান থেকে পদ্মা নদীতে ‘টুশ করে ফেলে দেওয়া উচিত’ । পদ্মাসেতুতে বিদেশি অর্থায়ন বন্ধ করে দেওয়ার ‘ষড়যন্ত্রে’ জড়িত থাকায় গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনুসকেও পদ্মা নদীতে ‘চুবনি দিয়ে একটু বাদে সেতুতে তুলে দেওয়া উচিত’ বলে মন্তব্য করেন তিনি।

তিনি এসব কথা বলেন। পরে ত্রাণ উপকমিটির পক্ষ থেকে কর্মসংস্থানের লক্ষ্যে দুঃস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ এবং বিভিন্ন এতিমখানা ও অনাথ আশ্রমে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বুধবার (১৮ মে) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ সভাপতির স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। পরে ত্রাণ উপকমিটির পক্ষ থেকে কর্মসংস্থানের লক্ষ্যে দুঃস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ এবং বিভিন্ন এতিমখানা ও অনাথ আশ্রমে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আলোচনায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেছিল— জোড়াতালি দিয়ে পদ্মাসেতু বানাচ্ছে। যে স্প্যানগুলো বসানো হয়েছে, সেগুলো তার কাছে ছিল জোড়াতালি দেওয়া। তাই বলেছিল— জোড়াতালি দিয়ে পদ্মাসেতু বানাচ্ছে, ওখানে চড়া যাবে না। চড়লে ভেঙে পড়বে। তার কিছু দোসররাও সুর মিলিয়েছিল। তাদের কী করা উচিত? পদ্মাসেতুতে নিয়ে গিয়ে ওখান থেকে পদ্মা নদীতে টুশ করে ফেলে দেওয়া উচিত।

ড. মুহম্মদ ইউনুসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আরেকজন আছেন, এমডি পদের জন্য পদ্মাসেতুর বিদেশি টাকা বন্ধ করেছে। তাকেও পদ্মা নদীতে দুইটা চুবনি দেওয়া উচিত। মরে যেন না যায়, সেজন্য পদ্মা নদীতে দুইটি চুবনি দিয়ে একটু বাদে সেতুতে তুলে দেওয়া উচিত। তাহলে যদি এদের শিক্ষা হয়।
ড. ইউনুস প্রসঙ্গে শেখ হাসিনা আরও বলেন, ড. ইউনুস কিন্তু আমাদের সরকারের বিরুদ্ধে মামলাও করেছিল। কিন্তু কোর্ট আর যাই পারুক, তার বয়স তো কমিয়ে দিতে পারবে না ১০ বছর। কারণ গ্রামীণ ব্যাংকের আইনে আছে, ৬০ বছর পর্যন্ত (দায়িত্বে) থাকতে পারে। তখন তার বয়স ৭১ বছর। এই বয়সটা কমাবে কীভাবে? মামলায় হেরে যায়। কিন্তু প্রতিহিংসা নেয় ড. ইউনুস এবং যেটা আমরা শুনেছি, মাহফুজ আনামও ছিল। তারা আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে চলে যায়। হিলারির কাছে ইমেইল পাঠায়। হিলারি একেবারে বিশ্বব্যাংকের যিনি প্রেসিডেন্ট ছিলেন, তার শেষ কর্মদিবসে পদ্মাসেতুর টাকা বন্ধ করে দেয়।

তাতে অবশ্য ‘শাপেবর হয়েছে’ বলেই মনে করেন শেখ হাসিনা। তিনি বলেন, (বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধ হওয়ায়) একদিকে শাপেবর হয়েছে। কেন? কারণ, বাংলাদেশ যে নিজের অর্থায়নে পদ্মাসেতু করতে পারে, সেটা আজ আমরা প্রমাণ করেছি।
পদ্মা রেল সেতু নিয়ে যে সমালোচনা হচ্ছে, তার জবাব দিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, আমাদের এখানে একজন জ্ঞানী লোক বলে ফেললেন— ‘পদ্মাসেতুতে যে রেললাইন হচ্ছে, সেটি ভায়াবল হবে না। ৪০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে করা হচ্ছে, এই ঋণ শোধ হবে কী করে? কারণ ওই দক্ষিণবঙ্গের মানুষ তো রেলে চড়বে না। তারা তো লঞ্চে যাতায়াত করে। তারা রেলে চড়তে যাবে কেন?’ সেতুর কাজ হয়ে গেছে। এখন সেতু নিয়ে কথা বলে আর পারছে না। তাই এখন এখন রেলের কাজ চলছে, রেলের কাজ নিয়ে তারা প্রশ্ন তুলছে। আমার মনে হয় আমাদের সবার উনাকে চিনে রাখা উচিত। কারণ রেলগাড়ি যখন চালু হবে, উনাকে একদিন রেলগাড়িতে চড়ানো উচিত।

 

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ