খালেদা জিয়া কে পদ্মাসেতু থেকে পদ্মা নদীতে টুশ করে ফেলে দেওয়া উচিত শেখ হাসিনা
নিউজ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১৮ মে ২০২২, ১০:১৯ রাত | অনলাইন সংস্করণ
|
বুধবার (১৮ মে) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ সভাপতির স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামিলীগের সভাপতি শেখ হাসিনা বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ তার কিছু দোসরদের পদ্মাসেতুতে নিয়ে সেখান থেকে পদ্মা নদীতে ‘টুশ করে ফেলে দেওয়া উচিত’ । পদ্মাসেতুতে বিদেশি অর্থায়ন বন্ধ করে দেওয়ার ‘ষড়যন্ত্রে’ জড়িত থাকায় গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনুসকেও পদ্মা নদীতে ‘চুবনি দিয়ে একটু বাদে সেতুতে তুলে দেওয়া উচিত’ বলে মন্তব্য করেন তিনি। তিনি এসব কথা বলেন। পরে ত্রাণ উপকমিটির পক্ষ থেকে কর্মসংস্থানের লক্ষ্যে দুঃস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ এবং বিভিন্ন এতিমখানা ও অনাথ আশ্রমে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বুধবার (১৮ মে) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ সভাপতির স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। পরে ত্রাণ উপকমিটির পক্ষ থেকে কর্মসংস্থানের লক্ষ্যে দুঃস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ এবং বিভিন্ন এতিমখানা ও অনাথ আশ্রমে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আলোচনায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেছিল— জোড়াতালি দিয়ে পদ্মাসেতু বানাচ্ছে। যে স্প্যানগুলো বসানো হয়েছে, সেগুলো তার কাছে ছিল জোড়াতালি দেওয়া। তাই বলেছিল— জোড়াতালি দিয়ে পদ্মাসেতু বানাচ্ছে, ওখানে চড়া যাবে না। চড়লে ভেঙে পড়বে। তার কিছু দোসররাও সুর মিলিয়েছিল। তাদের কী করা উচিত? পদ্মাসেতুতে নিয়ে গিয়ে ওখান থেকে পদ্মা নদীতে টুশ করে ফেলে দেওয়া উচিত। ড. মুহম্মদ ইউনুসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আরেকজন আছেন, এমডি পদের জন্য পদ্মাসেতুর বিদেশি টাকা বন্ধ করেছে। তাকেও পদ্মা নদীতে দুইটা চুবনি দেওয়া উচিত। মরে যেন না যায়, সেজন্য পদ্মা নদীতে দুইটি চুবনি দিয়ে একটু বাদে সেতুতে তুলে দেওয়া উচিত। তাহলে যদি এদের শিক্ষা হয়। তাতে অবশ্য ‘শাপেবর হয়েছে’ বলেই মনে করেন শেখ হাসিনা। তিনি বলেন, (বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধ হওয়ায়) একদিকে শাপেবর হয়েছে। কেন? কারণ, বাংলাদেশ যে নিজের অর্থায়নে পদ্মাসেতু করতে পারে, সেটা আজ আমরা প্রমাণ করেছি।
|
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭