জুন মাসেই পদ্মাসেতুতে দাঁড়িয়ে মানুষ পূর্ণিমার চাঁদ দেখবে-কাদের
নিউজ ডেস্ক:
|
শনিবার (২১ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি অডিটোরিয়ামে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ‘শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বহুল প্রত্যাশিত পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধনের সারসংক্ষেপ রোববার (২২ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হবে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু কন্যার সেই স্বপ্ন আজ বাস্তবে পরিণত হয়েছে। আর বেশি দূরে নয়। জুন মাসেই পদ্মাসেতুতে দাঁড়িয়ে বাংলার মানুষ পূর্ণিমার চাঁদ দেখতে পারবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংক যখন আমাদের চোর অপবাদ দিয়ে পদ্মাসেতুর অর্থায়ন থেকে সরে যায়; যখন শেখ রেহানা, জয়, পুতুল, ববিসহ বঙ্গবন্ধু পরিবারকে হেনস্তা হতে হয়, তখন এই বাংলায় ঐতিহাসিক ৭ মার্চের মহানায়কের মতো বজ্রকণ্ঠে হুঙ্কার দিয়ে উঠেছিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তিনি বলেছিলেন, বিশ্বব্যাংক চলে গেলেও আমাদের টাকা দিয়ে আমরা পদ্মাসেতু করব।’ পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ছাত্রলীগের নেতাকর্মীদের আগাম আমন্ত্রণ জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আগামীকাল নেত্রীকে সামারি পাঠাব, তিনি যে সময় নির্ধারণ করে দেবেন, সেই সময়ে আমরা পদ্মাসেতুর শুভ উদ্বোধন করব। ছাত্রলীগকে আমি আগাম দাওয়াত দিয়ে গেলাম।’ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |