বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১

বাংলাদেশকে পরাজিত করে জিম্বাবুয়ের স্মরণীয় সিরিজ জয়ে , ডমিঙ্গো বললেন ‘দারুণ শিক্ষা হয়েছে’
নিউজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ০৮ আগস্ট ২০২২, ০৮:১৫ রাত | অনলাইন সংস্করণ

জিম্বাবুয়ের ক্রিকেটে এমন দিন সবশেষ এসেছে কবে! গ্যালারিতে ঠাসা দর্শক। নেচে-গেয়ে, হুল্লোড়ে তারা মাতিয়ে রাখলেন সারাক্ষণ। মাঠের ক্রিকেটেও সেই আবহের সুর। চরম বিপর্যয়ে কোণঠাসা অবস্থায় গিয়ে ভয়ডরহীন ব্যাটিংয়ে রেকর্ড গড়া অসাধারণ সেঞ্চুরি উপহার দিলেন রেজিস চাকাভা। স্বপ্নের মতো ফর্মে থাকা সিকান্দার রাজা আরেকটি দুর্দান্ত সেঞ্চুরিতে দলকে জিতিয়ে প্রমাণ করলেন, আগের ম্যাচের জয়টি অঘটন ছিল না!

২৯১ রান তাড়ায় যখন জিম্বাবুয়ে ৪ উইকেট হারায়, তাদের রান তখন ১৫ ওভারে ৪৯। জয় তো বহুদূর, টিকে থাকাই তখন মনে হচ্ছিল তাদের জন্য কঠিন। সেখান থেকে চাকাভা ও রাজার অসাধারণ জুটিতে জয়ের কাছে পৌঁছে যায় তারা।

টানা দ্বিতীয় সেঞ্চুরিতে ১২৭ বলে ১১৭ রানে অপরাজিত রাজা। সঙ্গে বল হাতে ৩ উইকেট নিয়ে আরও একবার তিনি ম্যান অব দা ম্যাচ।দুজনের ম্যাচ জেতানো জুটি ১৬৯ বলে ২০১ রানের। পঞ্চম উইকেটে যা জিম্বাবুয়ের রেকর্ড। তাদের ওয়ানডে ইতিহাসেই মাত্র তৃতীয় দ্বিশতক রানের জুটি এটি।

জিম্বাবুয়েকে কৃতিত্ব দিতে হবে, বিশেষ করে সিকান্দার রাজাকে। অসাধারণরকম ভালো খেলছে সে। চাপের মধ্যে দুর্দান্ত দুটি সেঞ্চুরি করে। সে ক্যারিয়ারের সেরা ফর্মে আছে। চারটি শতরান হয়েছে ওদের। ওই ব্যাটসম্যানদের কৃতিত্ব দিতে হবে। ওরা আমাদের উড়িয়ে দিয়েছেন এই দুটি ম্যাচে।”

সিরিজ হারলেও ওয়ানডে দলকে সমালোচনায় জর্জরিত করতে নারাজ ডমিঙ্গো। এই হার থেকে তারা অনেক কিছু শিখেছেন বলেও দাবি তার। সেই শিক্ষা থেকেই দলকে তৈরি করতে চান আগামী বছরের নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য।

দুই ম্যাচের পর চলতি সিরিজে দুই দিনের বিরতি। বুধবার হোয়াইটওয়াশ এড়ানোর চেষ্টায় মাঠে নামবে বাংলাদেশ।

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ