তিন দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
নিউজ ডেস্ক:
|
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় রোববার রাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। মিসরকে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ জানিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে ইসরায়েল কঠোর প্রতিক্রিয়া জানাবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এদিকে ইসরায়েলের সেনাবাহিনী আজ সোমবার দাবি করেছে, যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী রকেট হামলা করেছে। এর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলি বাহিনী গাজায় আবার বিস্তৃত পরিসরে হামলা চালিয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, ‘ইসরায়েলি ভূখণ্ডের দিকে ছোড়া রকেটের জবাবে বর্তমানে গাজা উপত্যকায় ইসলামিক জিহাদ গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে বিস্তৃত পরিসরে হামলা চালানো হয়েছে। সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের দাবি, গত শুক্রবার থেকে ফিলিস্তিন প্রায় ৬০০ রকেট ও মর্টার নিক্ষেপ করে। আর হুমকি মোকাবিলায় পাল্টা এই হামলা চালিয়েছে ইসরায়েল। এর জবাবে তারাও পাল্টা হামলা চালাচ্ছে। উল্লেখ্য, গাজায় ২০২১ সালের মে মাসে টানা ১১ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর সবশেষ এ ধরনের হামলার ঘটনা ঘটল। সে সময় বেশ কয়েকজন ইসরায়েলি ও দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়। ফিলিস্তিনের গাজা উপত্যকায় সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। স্থানীয় সময় রোববার রাত থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিডের কার্যালয়। আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |