দেশের পাঁচ নারীকে প্রথম ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক’ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিউজ ডেস্ক:
|
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকীতে রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। তাদের মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন । উপরে বাঁ থেকে ঘড়ির কাঁটার দিকে: অধ্যাপক মমতাজ বেগম (মরণোত্তর), জয়া পতি (মরণোত্তর), মোছা. নুরুন্নাহার বেগম, নাদিরা জাহান (সুরমা জাহান) ও অধ্যক্ষ জোবেদা খাতুন পারুল এবার বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক পেয়েছেন।
এখন থেকে প্রতিবছর ৮ অগাস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে এই পদক দেওয়া হবে, যা ‘ক’ শ্রেণিভুক্ত সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক হিসেবে গণ্য। পদক প্রাপ্তদের প্রত্যেককে ১৮ ক্যারেট মানের ৪০ গ্রাম সোনা দিয়ে তৈরি একটি পদক, পদকের একটি রেপ্লিকা, ৪ লাখ টাকার চেক ও সনদ দেওয়া হয়। পদক প্রাপ্তদের মধ্যে অধ্যক্ষ জোবেদা খাতুন পারুল অনুষ্ঠানে বক্তব্য দেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকেও সংশ্লিষ্ট কর্মকর্তারা ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি জয়, সাধারন সম্পাদক লেখক , ও বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদ্দাম সহ সকল নেতা কর্মী উপস্হিত ছিলেন। প্রদর্শনীর উদ্বোধন করেন।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |