রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২৩ ভাদ্র ১৪৩১

সিরিয়ায় বোমা বিস্ফোরণ, ১৮ সেনা নিহত
নিউজ ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২, ০৩:২২ রাত | অনলাইন সংস্করণ
সিরিয়ায় বোমা বিস্ফোরণ, ১৮ সেনা নিহত

ছবি । সংগৃহীত

সিরিয়ার রাজধানী দামেস্কে একটি সামরিক বাসে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৮ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৭ জন। 

একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম সানা জানিয়েছে, বৃহস্পতিবার সকালে দামেস্কের গ্রামাঞ্চলে একটি সামরিক বাসকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বৃহস্পতিবার দামেস্কের গ্রামাঞ্চলে আল-সাবোরা এলাকায় বিস্ফোরণটি ঘটে। এটি লেবাননের রাজধানী বৈরুতে যাওয়ার সড়ক।

এখন পর্যন্ত এ ঘটনার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। তাছাড়া সিরিয়ার কর্তৃপক্ষও এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

সাম্প্রতিক মাসগুলোতে সিরিয়ার সামরিক বাহিনীর গাড়ি লক্ষ্য করে হামলার ঘটনা বেড়েছে। চলতি বছরের জুনে রাকা প্রদেশে এক হামলায় ১৩ সিরীয় সেনা নিহত হন। যদিও পরে এ ঘটনার দায় স্বীকার করে ইসলামিক স্টেট।

 

নিউজ সুত্রঃ  আল-জাজিরা 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ