বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে জাতিকে হাজার বছর পিছিয়ে দিয়েছেঃ ফরহাদ হোসেন
নিউজ ডেস্ক:
|
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, স্বাধীনতার পরে বঙ্গবন্ধু যখন দেশ গড়ার ভূমিকায় কাজ করে যাচ্ছেন তখনই স্বাধীনতার পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করে। এই হত্যার মাধ্যমে বাংলা ও বাঙালি জাতিকে হাজার বছর পিছিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার রাজধানীর কাকরাইল তথ্য ভবনে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে বৃহত্তর কুষ্টিয়া অফির্সাস কল্যাণ ফোরাম ঢাকা। তিনি বলেন,বঙ্গবন্ধুকে হত্যা করে যারা বাঙালি জাতিকে হাজার বছর পিছিয়ে দিয়েছে এরা করা। কারা দেশকে উন্নয়ন থেকে পিছিয়ে দিয়েছে এদেরকে চিহৃত করতে হবে। এখনো যারা উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায় তাদেরকে চিহ্নত হবে। ফরহাদ হোসেন বলেন, বঙ্গবন্ধু বলেছেন তোমরা মানুষকে ভালোবাসো কিন্তু কোনো স্বার্থ রেখ না। বাঙালি জাতিকে শোষন বঞ্চনা থেকে রক্ষা করতে যুদ্ধ করেছেন এবং স্বাধীনতার ডাক দিয়ে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে বিজয়ী ছিনিয়ে এনেছেন। দেশীও আন্তর্জাতিক ষড়যন্ত্র বঙ্গবন্ধুকে হত্যা করে উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুকে কারা হত্যা করেছে, তারা কারা, তা আমরা জানি। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি চেয়েছিল বঙ্গবন্ধুকে হত্যা করে পাকিস্তানের ভাবধারা ফিরিয়ে নিতে। প্রতিমন্ত্রী আরো বলেন, ৭৫ সালে বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িত ছিল জিয়াউর রহমান একইভাবে ২০০৪ সালের ২১আগস্ট গ্রেনেড হামলা করেছিল তারই কুপুত্র তারেক জিয়া। এই হামলা করার একমাত্র উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে হত্যা করা। এই হামলায় ২৪জন নেতাকর্মী মারা যায়। তাদের উদ্দেশ্য ছিল আওয়ামী লীগকে নিচিহ্ন করা। আজ তারা আবার গণতন্ত্রের কথা বলে। তিনি বলেন,সমস্ত কিছুকে পিছনে ফেলে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন দিকে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা খুব বিচক্ষণতার সঙ্গে বৈশ্বিক সমস্যা কাটিয়ে উঠছে। অনেকেই বলেছি করোনায় প্রচুর মানুষ মারা যাবে কিন্তু শেখ হাসিনার নেতৃত্বের গুণে তা হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা উল্লেখ করে ফরহাদ হোসেন আরো বলেন, শেখ হাসিনা বলেছেন আমার অবস্থা যদি আমার বাবার মতোও হয়, তারপরও আমি বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যাব। দেশের জনগণকে ভালো রাখার জন্য তিনি দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। করোনার মধ্যে দেশবাসী ডিজিটাল বাংলাদেশের সুফল পেয়েছে। শেখ হাসিনা যদি ডিজিটাল বাংলাদেশ নির্মাণ না করেতন তাহলে করোনা মধ্যে কখনো অফিস আদালত করা সম্ভব হতো না। জীবন মান স্বাভাবিক বাজার রাখা সম্ভব হতো না। বৈশ্বিক এই অবস্থার মধ্যেও বাংলাদেশ ভালো আছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে বিভিন্ন সংকট তৈরি হয়েছে। তারপর শেখ হাসিনা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চেষ্টা করে যাচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। বৃহত্তর কুষ্টিয়া অফির্সাস কল্যাণ ফোরামের সভাপতি প্রকৌশলী মো.আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। এছাড়া আরো বক্তব্য দেন কৃষি মন্ত্রণায়লের সচিব সাইদুল ইসলাম ও তথ্য মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেন।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |