মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১

নাঈমকে প্রস্তুত করে সৌম্যকে খেলানোর কারণ জানালেন পাপন
নিউজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৮ অক্টোবর ২০২১, ০৮:৫৮ রাত | অনলাইন সংস্করণ

যে কোনো ফরম্যাটেই বাংলাদেশের প্রধান সমস্যা ওপেনিং জুটি। গত এক যুগেও তামিম ইকবাল তার যোগ্য সঙ্গী খুঁজে পায়নি। টি-টোয়েন্টিতে বেশ কিছুদিন ধরেই খেলানো হচ্ছে শেখ নাঈমকে। তার ধীরগতির ব্যাটিং নিয়ে সমালোচনাও আছে। বিশ্বকাপ দল ঘোষণার সময় শোনা গিয়েছিল, তামিমের অনুপস্থিতিতে ব্যাকআপ ওপেনার হিসেবে যাচ্ছেন সৌম্য। অথচ গতকাল প্রথম ম্যাচে দেখা গেল নাঈমের বদলে লিটন দাসের সঙ্গে ওপেন করছেন সৌম্য সরকার। কেন এই পরিবর্তন- তার কারণ স্পষ্ট করে বলেননি বিসিবি বস নাজমুল হাসান পাপন।

আজ সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাপন বলেন, 'এটা শুধু আপনারা (সাংবাদিক) নন, আকরামও (খান) আমাকে প্রশ্ন করেছে যে, নাঈমকে সারাবছর খেলিয়ে বিশ্বকাপের জন্য প্রস্তুত করে গতকাল কেন তাকে খেলালেন না? আসলে বিষয়টা হলো, নাঈমকে নিলেই যে জিতে যেত তা না। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, কালকের ম্যাচে নাঈম গেলেও তাকে মারতেই হতো। প্রথম ছয় ওভারের সুযোগটা যে থাকবে তাকেই নিতে হবে। কিন্তু তখন তো কেউ মারছে না। পরে যখন ফিল্ডাররা বাউন্ডারি লাইনে থাকে, তখন এই চান্স নেওয়ার তো কোনো মানে হয় না। বিষয় হলো, ওদের প্ল্যানিংটাই তো আমি বুঝতে পারিনি। উইকেট যাক সমস্যা না, যারা মারতে পারে, যাদের মারার সাহস আছে, তারাই প্রথম ছয় ওভারে খেলবে।'

গতকালের ম্যাচে স্কটল্যান্ডের একসময় ৫৩ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে তারা ঘুরে দাঁড়ায়। তাই টাইগারদের বোলিং ভালো হয়নি বলে মন্তব্য করেছেন নাজমুল হাসান, '৫৩ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর স্কটল্যান্ডের মতো একটা দল আমাদের বিপক্ষে ১৪০ করল, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমরা কেন এতগুলা রান দিলাম? টি-টোয়েন্টিতে উইকেট তোলাই তো একমাত্র ব্যাপার না, রানও আটকাতে হবে। অনেকেই বলছে বোলিং ভালো হয়েছে। কিন্তু আমি মনে করি, বোলিং ভালো হয়নি।'

পরের ম্যাচগুলোর জন্য দলকে চাঙ্গা করতে সাকিবকে দায়িত্ব দিয়েছেন বলে জানালেন বিসিবি বস, 'যাই হোক, সাকিবকে আমি বলেছি দলে আরও ইনভলভ হতে। তাকে বলতে বলেছি যে, সবাইকে গিয়ে বল একটা অঘটন ঘটে গেছে। কোনো অসুবিধা নাই। আমরা পরের দুটি ম্যাচ ভালোভাবে জিতে পরের রাউন্ডে যাব। এটা ওদেরকে বলেছি, কিন্তু আমার মনের কথা না। আমি মনে মনে এই পরাজয়কে মানতেই পারছি না। সাকিবকে বলেছি, বোলারদের বলবা বোলিং খুবই খারাপ হয়েছে।'

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ