শুক্রবার ২২ নভেম্বর ২০২৪ ৭ অগ্রহায়ণ ১৪৩১

এশিয়ান টিটিতে নেপাল-আফগানিস্তানকে হারাল বাংলাদেশ
নিউজ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৭:০৫ বিকাল | অনলাইন সংস্করণ

২৫তম এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে দারুণ শুরু করেছে বাংলাদেশ। কাতারের দোহায় টুর্নামেন্টের প্রথম দিনে ভিন্ন দুটি দলীয় ইভেন্টে দুটি জয় তুলে নিয়েছে জাতীয় টেনিস দল।

বুধবার দেশটির লুসাই মাল্টিপারপাস হলে প্রথম ম্যাচে নেপালকে ৩-০ সেটে হারিয়ে দুর্দান্ত শুরু করেছে জাতীয় নারী টেবিল টেনিস দল।

আর একই সময়ে আফগানিস্তানকে ৩-২ সেটে শ্বাসরুদ্ধকরভাবে হারিয়ে মিশন শুরু করে বাংলাদেশ পুরুষ টেবিল টেনিস দল।

নারী টেনিসে নেপালের সিক্কা সুয়াল, এলিনা মাহারজান ও ইভানা থাপার মুখোমুখি হন বাংলাদেশের সাদিয়া রহমান মৌ, সোনাম সুলতানা ও নওরীন সুলতানা। সবগুলো সেটই জয় পায় জাতীয় টেনিস নারী দল।

এদিকে আফগানিস্তানের মুহাম্মদ হোসেনি, মুস্তাফা বাখতিয়ারি, বেহরুজের সঙ্গে বাংলাদেশের রাম হিমলান, হৃদয় ও মাফরাদুল হামজার ম্যাচটি হয়। পাঁচ সেটের ম্যাচে তিনটিতে জয় লাভ করে বাংলাদেশ।

৫ অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। এ জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ