বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১

আশরাফুলের ক্যারিয়ার সেরা ইনিংসে জিতলো ব্রাদার্স
নিউজ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ০৫ এপ্রিল ২০২২, ০৮:০০ রাত | অনলাইন সংস্করণ

মোহাম্মদ আশরাফুলের ক্যারিয়ার সেরা ইনিংসে ভর করে রূপগঞ্জ টাইগার্সকে ৩৬ রানের ব্যবধানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। এদিন বিকেএসপির তিন নম্বর মাঠে আশরাফুলের অপরাজিত সেঞ্চুরি আর চতুরাঙ্গা ডি সিলভার ঝড়ো ব্যাটিংয়ে ভর করে ৪ উইকেট হারিয়ে ৩০৯ রানের পুঁজি পায় ব্রাদার্স।
 
জবাবে খেলতে নেমে রূপগঞ্জ ২৭৩ রানে থেমেছে। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার ইমতিয়াজ হোসনকে হারায় ব্রাদার্স। দ্বিতীয় উইকেটে মাইশুকুর রহমানকে ১৫০ রানের জুটি গড়ে ব্রাদার্সের প্রাথমিক বিপর্যয় সামাল দেন। 

মাইশুকুর ৯২ বলে ৬৮ রান করে আউট হন। ২টি ছক্কা ও ৫টি চার আসে তার ব্যাট থেকে। এরপর মিনুহাজুল আবেদীন সাব্বিরকে নিয়ে আরেকটি বড় জুটি গড়েন আশরাফুল। তৃতীয় উইকেটে তারা যোগ করেন আরও ৮০ রান। সাব্বির ৩০ রান করে ফিরে গেলে উইকেটে এসে শুরু থেকেই ঝড়ো ব্যাটিং শুরু করেন ডি সিলভা।


এই লঙ্কান মাত্র ২৫ বলে ৫১ রানের ইনিংস খেলে আউট হন। তার ইনিংস সাজানো ছিল ৩ ছক্কা আর ৪টি চারে। আশরাফুল অবশ্য শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১৩৯ বলে ১৪১ রান করে। লিটল মাস্টার ৭৭ বলে ৫টি চারে হাফ সেঞ্চুরি করেছিলেন। এর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে আশরাফুলের ক্যারিয়ার সেরা ইনিংস ছিল ১২৭ রানের। এবার নিজেকেই ছাড়িয়ে গেলেন ব্রাদার্সের অধিনায়ক।

রূপগঞ্জের হয়ে একটি করে উইকেট নিয়েছেন, ফরহাদ রেজা, ফজলে মাহমুদ রাব্বি, নাসুম আহমেদ ও আরিফুল হক। ব্রাদার্সের দেয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে রূপগঞ্জের টপ অর্ডার ব্যাটাররা নামের প্রতি সুবিচার করতে পারেননি। মিডল অর্ডারে এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নিয়েছেন রাব্বি। রূপগঞ্জের এই ব্যাটার ১০০ বলে ১০০ করে আউট হয়েছেন। 

মার্শাল আইয়ুব করেছেন ৫৪ বলে ৫৮। শেষ দিকে ১৩ বলে ২২ রানের ঝড়ো ইনিংস খেলে হারের ব্যবধান কমিয়েছেন নাসুম। ব্রাদার্সের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন, আবু হায়দার রনি, ডি সিলভা, মানিক খান ও সাকিলাইন সজীব। একটি উইকেট পেয়েছেন আশরাফুল।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ