শুক্রবার ২২ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১

‘পদ্মাসেতুর পরে সরকার মেঘনা সেতুও বাস্তবায়ন করবে’
নিউজ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১, ০৬:২৮ বিকাল | অনলাইন সংস্করণ

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, পদ্মাসেতু উদ্বোধনের পরে সরকার মেঘনা সেতুও বাস্তবায়ন করবে।

বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুর জেলা পুলিশ লাইন্স অডিটোরিয়ামে মুজিব শতবর্ষ জেলা দাবা লীগ-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী একথা বলেন।

উপমন্ত্রী বলেন, মেঘনা সেতু বাস্তবায়ন হলে শরীয়তপুর জেলার উপর দিয়ে চট্টগ্রাম থেকে মোংলা পর্যন্ত পোর্ট-টু-পোর্ট রেললাইন হবে। তখন শরীয়তপুর উন্নয়ন ও অগ্রগতির দিক থেকে বাংলাদেশের প্রথম সারির ১০টি জেলার একটি জেলায় রূপান্তরিত হবে।

পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এমপি ইকবাল হোসেন অপু, সিভিল সার্জন এস এম আব্দুল্লাহ-আল-মুরাদ, শরীয়তপুর প্রেস ক্লাবের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে।

এর আগে, মন্ত্রী সকালে সখিপুর থানার ৪১ দুস্থ পরিবারের মধ্যে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের বরাদ্দ দেওয়া নগদ ৬ হাজার করে ২ লাখ ৪৬ হাজার টাকা ও দুই বান্ডিল করে মোট ৮২ বান্ডিল ঢেউটিন বিতরণ করেন।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ