বিএসটিআইকে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান শিল্পমন্ত্রীর
নিউজ ডেস্ক:
|
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনকে (বিএসটিআই) আন্তর্জাতিক মানের একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওস্থ বিএসটিআই’র প্রধান কার্যালয়ে বিশ্ব মান দিবস উপলক্ষে আয়োজিত ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ আহ্বান জানান। বিএসটিআই’র কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে শিল্পমন্ত্রী বলেন, সরকার বিএসটিআইকে আধুনিক একটি প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে বিগত দেড় দশক ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আঞ্চলিক অফিস সম্প্রসারণ, জনবল বৃদ্ধি ও ল্যাবরেটরির সক্ষমতা বাড়ানোসহ আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে বিএসটিআইকে রূপান্তর করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। মন্ত্রী বলেন, শিল্পায়নের অন্যতম পূর্ব শর্ত হচ্ছে দেশে মানসম্পন্ন পণ্য উৎপাদনের মাধ্যমে অভ্যন্তরীণ বাজারে চাহিদা সৃষ্টি এবং আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করা। দেশীয় শিল্পের বিকাশ ও রফতানি বাণিজ্য সম্প্রসারণের জন্য বিএসটিআই এখন অধিক হারে আন্তর্জাতিক মানকে জাতীয় মান হিসেবে গ্রহণ করছে। পণ্য উৎপাদনের ক্ষেত্রে আন্তর্জাতিক মান অনুসরণ করা হলে বিশ্ব বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ সহজতর হবে। বিএসটিআই আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- শিল্প সচিব জাকিয়া সুলতানা ও এফবিসিসিআই’র প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন। এতে সভাপতিত্ব করেন বিএসটিআই’র মহাপরিচালক ড. মো. নজরুল আনোয়ার। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |