শুক্রবার ২২ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১

৬টি অবৈধ ইটভাটাকে ১২ লাখ টাকা জরিমানা
নিউজ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ০৫ এপ্রিল ২০২২, ০৮:৩১ রাত | অনলাইন সংস্করণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৬টি অবৈধ ইটভাটাকে ১২ লক্ষ টাকা জরিমানা ও ৩টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপির নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসন জানায়, কালিয়াকৈরের সূত্রাপুর ইউনিয়নের দাড়িয়াপুর এলাকায় আবাসিক এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সরকারি বিদ্যালয়ের পাশে এসব ইটভাটা পরিবেশের ভারসাম্য নষ্ট করার কারণে এবং মাটি পোড়ার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় অনুমোদনহীন কেএমবি, আরআরবি, কেইউবি,আরএমবি, সান ব্রিকস ও স্টার ব্রিকস নামে ৬টি ইটভাটাকে দুই লক্ষ টাকা করে মোট ১২ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ৩টি ইটভাটাকে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ