শুক্রবার ২২ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১

কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন, আতঙ্কিত এলাকাবাসী
নিউজ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ০৫ এপ্রিল ২০২২, ০৮:৩৭ রাত | অনলাইন সংস্করণ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন সংলগ্ন কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। রুইয়ারবিল এলাকাস্থ কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দেয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমান।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত এক সপ্তাহ ধরে প্রতাপনগর ইউনিয়নের রুইয়ারবিলে কপোতাক্ষ নদে বেড়িবাঁধের প্রায় ২৫০ ফুট এলাকায় ভাঙন দেখা দেয়। এতে মূল বেড়িবাঁধের তিনশ’ ফুট এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

এছাড়া প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর, কুড়িকাহানিয় গ্রামের লঞ্চঘাটের উত্তর ও দক্ষিণ সীমানা এবং মাদারবাড়িযা খেয়াঘাটা সংলগ্ন এলাকাও ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে বলে জানান তারা।

মঙ্গলবার ভাঙনকবলিত এলাকা প্রতাপনগরের রুইয়অরবিল, কুড়িকাহানিয়া, সুভদ্রাকাটি, চাকলা, মাদারবাড়িয়া এলাকার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার ইয়াানুর রহমান। এ সময় তিনি স্থানীয় ব্যক্তিবর্গ এবং জনপ্রতিনিধিদের ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন। বাঁধ সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেন ইউএনও।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ