১৪ দলীয় শরিক দলগুলোকে জোট ছাড়ার আহ্বান আম্বিয়ারঃ জাসদ সভাপতি
নিউজ ডেস্ক:
|
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় শরিক দলগুলোকে জোট ছাড়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া। তিনি বলেছেন, ২০০৫ সালে ২৩ দফার ভিত্তিতে আদর্শিক ১৪ দলীয় জোট গঠন হয়েছিল। এ জোট এখন সাইরাস প্লাটফর্ম। ওখানে সব দল অন্যের কাজ করে। তাই আমি জোট শরিক দলগুলোকে বলব, গণতন্ত্র ও আদর্শের রাজনীতি করতে চাইলে জোট ছেড়ে সংগ্রাম করুন। শনিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ জাসদ আয়োজিত দলটির সম্মেলনে এসব আহ্বান জানান তিনি। শরীফ নুরুল আম্বিয়া বলেন, ২০১৮ সালের মতো আরেকটা নির্বাচন করতে চায় ক্ষমতাসীনরা। আমি মনে করি, পঁচাত্তরের বাকশাল গঠনের চেয়েও মারাত্মক ভুল সিদ্ধান্ত হবে এ রকম নির্বাচন করা। সবার অংশগ্রহণে নির্বাচনের ব্যবস্থা সরকারকেই করতে হবে। নির্বাচনকালীন সরকার নিয়ে সৃষ্ট সংকটের স্থায়ী সমাধান হিসেবে জাতীয় সংসদকে দুইকক্ষ করা উচিত। এ সময় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের কথা স্মরণ করে তিনি বলেন, মেনন ভাই মাঝে মাঝে গরম কথা বলেন। কিন্তু পরে আবার ঘরের ভেতর গিয়েই বসে থাকেন। বাংলাদেশ জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক করিম সিকদারের সঞ্চালনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, গণফোরাম সভাপতি মোস্তফা মহসীন মন্টু, সিপিবি সভাপতি শাহ আলম, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান প্রমুখ।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |