হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি চেলসি ও ম্যানচেস্টার সিটি
নিউজ ডেস্ক:
|
ইংলিশ প্রিমিয়ার লিগে হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে চেলসি ও ম্যানচেস্টার সিটি। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচটি শুরু হবে শনিবার বিকাল সাড়ে ৫টায়। এ ম্যাচে জিতে নিজেদের অপরাজেয় যাত্রা অব্যাহত রাখতে চায় চেলসি। চলতি বছরের ২৯ মে পর্তুগালের পোর্তোয় চ্যাম্পিয়ন্স লিগের অল ইংলিশ ফাইনালে রোমাঞ্চকর ম্যাচে ম্যানচেস্টার সিটির স্বপ্ন ধুলিস্মাৎ করে দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তোলেছিল চেলসি। সেই হারের প্রতিশোধ নিতে মরিয়া ম্যানসিটি। বর্তমানে ইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষ দল চেলসির পক্ষে রয়েছে অতীত পরিসংখ্যানও। এর আগে মোট ১৬৮ বার মুখোমুখি হয়েছে দুদল। সেখানে ৭০ ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আর ৫৯ বার জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের শেষ সাক্ষাতেও জিতেছিল চেলসিই। তাই আজকের ম্যাচটিকে সিটির প্রতিশোধেরও মঞ্চও বলা যায়। চেলসিকে হারিয়ে সিটি প্রতিশোধ নিতে পারে কিনা- সেটাই এখন দেখার বিষয়! |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |