বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১

সুয়ারেজের জোড়া গোল, শীর্ষে অ্যাতলেটিকো
নিউজ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১, ১০:১৫ রাত | অনলাইন সংস্করণ
তিন পয়েন্ট পাওয়ার কথা ছিল না অ্যাতলেটিকোর। কিন্তু যে দলে লুইস সুয়ারেজের মতো স্ট্রাইকার আছেন, সে দল হারার আগে হার মানে কিভাবে? গেতাফের বিপক্ষে প্রথমে এক গোলে পিছিয়ে থাকলেও শেষ দিকে উরুগুইয়ান স্ট্রাইকারের জোড়া গোলে পুরো তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে সুয়ারেজের দুর্দান্ত নৈপুণ্যে প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে ফেরে দিয়েগো সিমিওনের শিষ্যরা। ৪-২-৩-১ ছকে মাঠে নেমেছিল অ্যাতলেটিকো। সুয়ারেজের পাশাপাশি আক্রমণভাগে ছিলেন আতোয়ান গ্রিজমান, আনহেল কোরেয়া ও ইয়ানিক কারাসকোর মতো খেলোয়াড়েরা। তা-ও দুই সার্বিয়ানের ঝলকে প্রথমে পিছিয়ে পড়ে অ্যাতলেটিকো। প্রথমার্ধের শেষদিকে গেতাফের মিডফিল্ডার নিকোলা মাকসিমোভিচের সহায়তায় গোল পেয়ে যান ডিফেন্ডার স্তেফান মিত্রোভিচ। তবে ৭৪ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার কার্লেস আলেনিয়া লাল কার্ড দেখে মাঠ ছাড়লে কপাল পোড়ে গেতাফের। বার্সেলোনার সাবেক এই মিডফিল্ডার মাঠ থেকে বিদায় নেওয়ার পরপরই ম্যাচের রাশ টেনে ধরে অ্যাতলেটিকো। মূল একাদশের দুই খেলোয়াড় রাইটব্যাক কিয়েরান ট্রিপিয়ের ও মিডফিল্ডার এক্তর এরেরার জায়গায় কোচ দিয়েগো সিমিওনে বিকল্প হিসেবে মাঠে নামিয়েছিলেন দুই ডিফেন্ডার সিমে ভ্রসালিয়োকো ও মারিও এর্মোসোকে। এই দুই ডিফেন্ডারই শেষমেশ সুয়ারেজকে দিয়ে গোল করানোর পথ খুঁজে পান। ৭৮ মিনিটে মাঝমাঠের বাঁ প্রান্ত থেকে ডিফেন্ডার এর্মোসোর বাঁ পায়ের বাড়ানো বল খুঁজে নেয় ডিবক্সে থাকা লুইস সুয়ারেজকে। বলটা সুন্দরমতো নিয়ন্ত্রণ করে জালে জড়ান এই উরুগুইয়ান। গোলটার পেছনে গেতাফের দায়সারা রক্ষণও দায়ী থাকবে। যেমনটা দায়ী থাকবে দ্বিতীয় গোলের ক্ষেত্রেও। ৯০ মিনিটে ক্রোয়েশিয়ান রাইটব্যাক সিমে ভ্রসালিয়োকোর ক্রস খুঁজে নেয় ডিবক্সে ফাঁকা দাঁড়িয়ে থাকা সুয়ারেজকে। জায়গামতো হেড করে বল জালে জড়াতে সমস্যাই হয়নি সাবেক এই বার্সা ফরোয়ার্ডের। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এলো অ্যাতলেটিকো। ছয় ম্যাচে ১৪ পয়েন্ট তাঁদের। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট এক কম, যদিও তাঁরা খেলেছেও একটা ম্যাচ কম। হাতে থাকা ম্যাচে অন্তত ড্র করলেও পয়েন্ট তালিকার শীর্ষে আবারও উঠে যাবে রিয়াল। ওদিকে বার্সেলোনার অবস্থা আরো খারাপ। চার ম্যাচে দুই জয় ও দুই ড্রয়ের সাহায্যে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সপ্তম অবস্থানে আছে তারা। রাজনীতি/জেকে
« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ