শুক্রবার ২২ নভেম্বর ২০২৪ ৭ অগ্রহায়ণ ১৪৩১

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা প্রতিহত করার আহ্বান
নিউজ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১, ০৯:১৩ রাত | অনলাইন সংস্করণ

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা প্রতিহত করার আহ্বান জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। আজ বৃহস্পতিবার পৃথক পৃথক বিবৃতিতে কুমিল্লার নানুয়া দিঘীর পাড়ের একটি পূজামণ্ডপে সংঘটিত সাম্প্রদায়িক ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও শাস্তি এবং আগামীতে এ ধরনের ঘটনা এড়াতে প্রশাসকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সিপিবি

পূজামণ্ডপে হামলা ও প্রতিমা ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম। এক বিবৃতিতে তারা বলেন, পূজামণ্ডপে কোরান শরীফ অবমাননা করা হয়েছে -এমন কাহিনী ছড়িয়ে দিয়ে যেভাবে পূজামণ্ডপে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করা হয়েছে, তা গভীর ষড়যন্ত্রমূলক। অতীতেও বিভিন্ন সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে নানা গুজব ছড়িয়ে দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা করা হয়েছে। এবারও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পরিকল্পিতভাবে পূজামণ্ডপে হামলা করা হয়েছে। যে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি সম্পর্কে সতর্ক থাকা এবং অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন সিপিবির নেতৃবৃন্দ।

বাসদ

কোরআন অবমাননার হুজুগ তুলে পূজামণ্ডপে সাম্প্রদায়িক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। এক বিবৃতিতে তিনি বলেন, সারাদেশে উদ্দেশ্যমূলকভাবে একটি গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করতে এই ধরণের ঘটনা ঘটিয়েছে। কোনো প্রকৃত ধর্মপ্রাণ হিন্দু অন্য ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ নিজেদের ধর্মীয় উৎসবে রাখতে পারে না, আর কোনো প্রকৃত মুসলমান নিজেদের ধর্মগ্রন্থ অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবে রাখতে পারেনা। আবার কোনো ধর্মপ্রাণ মানুষ এই কথা শুনেই যাছাই বাছাই না করেই ভিন্ন ধর্মাবলম্বীদের উৎসবের ওপর হামলে পড়তে পারেনা। ফলে কুমিল্লার ঘটনা খুবই পূর্ব পরিকল্পিত ও রাজনৈতিক হীন উদ্দেশ্যে করা হয়েছে। একটি পক্ষ সারাদেশে সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টি করে ফায়দা লুটতে চাইছে। যার প্রমাণ, হাজীগঞ্জে, হাতিয়া, বাঁশখালী, বান্দরবানের লামার হামলা ও হতাহতের ঘটনা। দেশব্যাপী সাম্প্রদায়িক হামলার ঘটনা রুখে দাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এক বিবৃতিতে কুমিল্লায় পুজামন্ডপে অনাকাঙ্খিত ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা, হাজীগঞ্জ, হাতীয়া, বাঁশখালিসহ দেশের বিভিন্ন অঞ্চলে পুজামন্ডপে হামলা-আক্রমণ ও হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, উদ্দেশ্যমূলকভাবেই এসব ঘটানো হয়েছে। স্থানীয় প্রশাসনের উদাসীনতা ও দায়িত্বহীনতার কারণে এই তাণ্ডব সংঘটিত হতে পেরেছে। সরকারকে অবশ্যই এর দায় গ্রহণ করতে হবে। তিনি সাম্প্রদায়িক হামলা, আক্রমণ ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ জোরদার করার আহবান জানান।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ