শুক্রবার ২২ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১

সরকারের সেবা তৃণমূলে পৌঁছে দেওয়ার আহ্বানঃ আ জ ম নাছিরের
নিউজ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩২ বিকাল | অনলাইন সংস্করণ
সরকারের সেবা তৃণমূলে পৌঁছে দেওয়ার আহ্বানঃ আ জ ম নাছিরের

ছবি । সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দলীয় কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় করেছেন মহানগর আওয়ামী লীগের নেতারা। এ সময় সরকারের সেবা তৃণমূলে পৌঁছে দিতে কাউন্সিলদের প্রতি আহ্বান জানান মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এসময় চসিক কাউন্সিলরদের উদ্দেশ্যে আ জ ম নাছির বলেন, আপনারা জনগণের ভোটে সরাসরি নির্বাচিত জনপ্রতিনিধি। জনগণের কাছে আমাদের যেমন দায়বদ্ধতা আছে, ঠিক আপনাদেরও আছে।

‘সরকার প্রান্তিক জনগোষ্ঠীর অবহেলিত অংশকে আর্থিক ভাতাসহ নানান সুযোগ-সুবিধা দিয়ে আসছে আপনাদের মাধ্যমে। এক্ষেত্রে কোনো ধরণের ত্রুটি-বিচ্যুতি হলে তা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে।’

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে আপনাদের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে যেসব সেবা দেওয়া হয়েছে, সেগুলোর একটি বিবরণ জনসম্মুখে তুলে আনা উচিত। কারণ আওয়ামী লীগ জনগণের দল। দলটি জনগণের দুঃখ-দুর্দশায় সবসময় পাশে থেকে কাজ করেছে।

বিভিন্ন কাউন্সিলরদের বক্তব্যের উত্তরে আ.জ.ম. নাছির প্রতিটি ওয়ার্ডে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীভাতাসহ বিভিন্ন শ্রেণির সুবিধাভোগী ও সহযোগিতাপ্রাপ্তদের নিয়ে মতবিনিময় করার নির্দেশ দেন।

মতবিনিময় সভায় বক্তব্য দেন- চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সম্পাদক মণ্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, হাজী মোহাম্মদ হোসেন, জোবাইরা নার্গিস খান প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম, প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দীন ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ