শ্রীলংকা সফরে গেল বাংলাদেশ যুবারা
নিউজ ডেস্ক:
|
করোনাভাইরাসের কারণে বিশ্বকাপ প্রস্তুতিতে ঘাটতি পড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। নতুন যুব দল গঠনের পর প্রথম আন্তর্জাতিক সিরিজ খেলার কথা ছিল দেশের বাইরে। তবে সেটি শেষপর্যন্ত সম্ভব হয়নি। দীর্ঘদিন অপেক্ষার পর কিছুদিন আগে ঘরের মাঠে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ খেলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এবার প্রথমবারের মতো বিদেশ সফরে গেল তারা। সকালে যাত্রা করেছে শ্রীলংকার উদ্দেশে।
লংকান যুবাদের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বুধবার ১৬ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে আরও ৫ ক্রিকেটারকে। এ সিরিজে অংশ নিতে আজ (বৃহস্পতিবার) শ্রীলংকা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা ত্যাগ করেন টাইগার যুবারা। সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে আগামী ১৭ অক্টোবর। বাকি চার ম্যাচ যথাক্রমে ১৮, ২০, ২৩ ও ২৫ অক্টোবর।
আগামী বছরের শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজে যুব বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। এ জন্য নিজেদের প্রস্তুত করার কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সম্প্রতি ঘরের মাঠে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একমাত্র চারদিনের ম্যাচ হেরে গেলেও ৫ ম্যাচ ওয়ানডে সিরিজটি জিতেছে ৩-২ ব্যবধানে। এই সিরিজ শেষ হতেই এবার লঙ্কার পথ ধরল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
স্ট্যান্ডবাই : মোহাম্মদ খালিদ হাসান, মোহাম্মদ আশরাফুল ইসলাম সিয়াম, আরিফ আহমেদ অনিক, মোহাম্মদ সাকিব শাহরিয়ার ও মাহফুজুর রহমান রাব্বি। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |