লালমনিরহাটের যুবদল নেতা–কর্মীদের বহনকারী মাইক্রোবাসে হামলার অভিযোগ
নিউজ ডেস্ক:
|
আজ মঙ্গলবার লালমনিরহাটের পাটগ্রামে যুবদল নেতা-কর্মীদের বহনকারী মাইক্রোবাসে হামলার অভিযোগ উঠেছে। আজ দুপুরে উপজেলার দহগ্রাম ইউনিয়নের গুচ্ছগ্রাম বাজার সড়কে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলা যুবদলের সদস্যসচিব আমিনুল ইসলামসহ ৯ নেতা কর্মী আহত হয়েছেন। যুবদলের নেতা কর্মীদের অভিযোগ, ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীরা এ হামলা চালিয়েছেন। যুবদল সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে দহগ্রাম ইউনিয়নের হাড়িপাড়া গ্রামে বিএনপি নেতা সাইফুল ইসলামের বাড়ির উঠানে ইউনিয়ন যুবদলের দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। ওই সম্মেলনের যোগ দিতে জেলা যুবদলের সদস্যসচিব আমিনুল ইসলামের নেতৃত্বে জেলা ও উপজেলার যুবদলের কয়েকজন কর্মী মাইক্রোবাসে রওনা দেন। পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি সালাউজ্জামান বলেন, মাইক্রোবাসটি গুচ্ছগ্রাম বাজার সড়কে পৌঁছালে ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীরা পথ রোধ করে হামলা চালান। এ সময় লাঠিসোঁটা দিয়ে মাইক্রোবাসটি ভাঙচুর করা হয়। এ সময় আমিনুল ইসলামসহ ৯ নেতা কর্মী আহত হন। এর মধ্যে আমিনুল ইসলামকে আহত অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করেছেন পাটগ্রাম উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘ছাত্রলীগ কেন তাঁদের গাড়িতে (যুবদলের মাইক্রোবাস) ভাঙচুর করতে যাবে? যুবদল নিজেরাই নিজেদের দলের গ্রুপিংয়ের কারণে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে।’ এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, হামলার বিষয়ে যুবদলের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। নিউজ ডেস্ক| দৈনিক আজবাংলা |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |