শুক্রবার ২২ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১

রাখাইন পরিস্থিতি বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকিঃ রব
নিউজ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২, ০১:১০ রাত | অনলাইন সংস্করণ
রাখাইন পরিস্থিতি বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকিঃ রব

ছবি । সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যের অবনতিশীল পরিস্থিতিতে বাংলাদেশকে দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রাখাইনের চলমান পরিস্থিতিকে বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি হিসেবেও উল্লেখ করেছেন তিনি।

বিবৃতিতে রব আরও বলেন, গণমাধ্যমের খবর অনুযায়ী আগস্ট মাসের তৃতীয়ার্ধ থেকে চলতি সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বেশ কয়েকবার মিয়ানমারের ছোড়া মর্টারের গোলার বিস্ফোরিত ও অবিস্ফোরিত অংশ বাংলাদেশ সীমান্তের ভেতর এসে পড়েছে। পাশাপাশি গত দুই সপ্তাহে একাধিকবার মিয়ানমারের হেলিকপ্টার আকাশসীমা লংঘন করে বাংলাদেশের ভেতরে ঢুকেছে।

তিনি বলেন, রাখাইন রাজ্যে অবনতিশীল পরিস্থিতিতে অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে মিয়ানমার সামরিক শক্তি হিসেবে আবির্ভূত হতে চায়। এটা বাংলাদেশের স্থিতিশীলতা, শান্তি ও নিরাপত্তার প্রশ্নে হুমকি।

রব বলেন, রোহিঙ্গা সংকট এবং রাখাইনের অবনতিশীল পরিস্থিতিতে বাংলাদেশের শুধুমাত্র উদ্বেগ প্রকাশ করা যথেষ্ট নয়। বাংলাদেশ সীমান্তে সামরিক মহড়া দিয়ে উত্তেজনা তৈরি করা তৃতীয় কোনো শক্তির মদতপুষ্ট কি না, কেউ যুদ্ধের উসকানি দেওয়ার অপচেষ্টা করছে কি না, এ বিষয়গুলোও গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে।

রোহিঙ্গা বিতাড়ণসহ রাখাইনে মিয়ানমার সেনাদের আচরণকে শুধুমাত্র তাদের অভ্যন্তরীণ সংঘাত বা সাদামাটা পরিকল্পনা হিসেবে দেখলে বড় ভুল হবে বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

জেএসডি সভাপতি বলেন, উদ্ভূত পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের অবনতিশীল বাস্তবতায় তাদের সামরিক তৎপরতায় নির্বিকার না থেকে বাংলাদেশকে দ্রুত কার্যকর ও গ্রহণযোগ্য কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ