বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১

মুশফিকের অবসরে যাওয়া কি বলেন পাপন
নিউজ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৬ রাত | অনলাইন সংস্করণ
মুশফিকের অবসরে যাওয়া কি বলেন পাপন

ছবি । সংগৃহীত

শেষ এক বছর ধরে টি-টোয়েন্টি ক্রিকেটে মুশফিকুর রহিমকে সেভাবে চেনা যায়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে হতাশাজনক পারফর্ম করার পর এ বছর এশিয়া কাপেও হতঅম করেন তিনি। ব্যাট হাতে করেন ১ এবং ৪ রান। এরপর দেশে ফিরে ২ সেপ্টেম্বর নিজের অফিসিয়াল ফেসবুকে পোস্ট দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরে যান মুশফিক। অবসরের বেশ কিছুদিন পেরিয়ে যাওয়ার পর আজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, মুশফিকের অবসর খারাপ লেগেছে তার।

মুশফিকুর রহিমের অবসরের পর আজ মঙ্গলবার মিরপুরে প্রথমবারের মত গণমাধ্যমে কথা বলেছেন বিসিবি ষভাপতি নাজমুল হাসান পাপন। গতকাল সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরে একদিন পর পাপন এসেছিলেন মিরপুরে টাইগারদের ক্যাম্প দেখতে। যদিও বৃষ্টির বাঁধায় মাঠে গড়ায়নি একটি বলও। তবে মাঠ ছাড়ার আগে বিসিবি বস জানালেন মুশফিকের অবসরে খারাপ লেগেছে তার।

মুশফিকের অবসর নিয়ে পাপন বলেন, ‘মুশফিক অবসর নিয়েছে, আমাদের তো খারাপ লাগে। মুশফিক আমাদের সেরা ব্যাটসম্যান শেষ দিন পর্যন্ত বলে যাচ্ছি। হয়তো একেকটা ফরম্যাটে একেকসময় টিম কম্বিনেশনের কারণে অনেক কিছু হয় না, সেটা অন্য ইস্যু।’

পাপন আরও বলেন, ‘ভবিষ্যত চিন্তা করলে হয়তো পরবর্তী বিশ্বকাপে অনেককে পাবো না। এভাবে হয়তো তৈরী করতে চাচ্ছে নতুন কাউকে। সেটা এখনই বলা মুশকিল। সেক্ষেত্রে খেলোয়াড়রা নিজেরা ঘোষণা না করে যদি আমাদেরকে সুযোগ দেয় তাহলে আমরা সম্মানের সাথে তাদের বিদায় দেওয়ার চেষ্টা করবো সেটা যে কোন ফরম্যাটেরই হোক।’

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ থাকবেন কিনা সে বিষয়ে নিশ্চিত নন বোর্ড সভাপতি। এছাড়া রিয়াদ যদি অবসর নিতে চায়, তাহলে মাঠ থেকেই সে সুযোগ দেওয়া হবে বলে জানালেন পাপন।

বিসিবি সভাপতি বলছিলেন, ‘যদি ও অবসর নিতে চায়, কিংবা রিয়াদকে যদি স্কোয়াডে জায়গা দিতে না পারি তাহলে ওকে সুযোগ দেওয়া উচিত মিনিমাম। এটুক সম্মান তো করাই উচিত। কারণ রিয়াদের অবদান খাটো করে দেখার সুযোগ নেই। বহু ম্যাচ জিতিয়েছে সে আমাদের।’

আগামীকাল বুধবার ঘোষণা করা হবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল। ঘোষিত এ দলে থাকবেন ১৫ জন ক্রিকেটার। অক্টোবরের মাঝামাঝিতে অস্ট্রেলিয়ায় শুরু হবে বিশ্বকাপ।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ