মামলা দিয়ে বিএনপিকে দমানো যাবে নাঃ রুমিন ফারহানা
নিউজ ডেস্ক:
|
বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, জেলায় জেলায় বিএনপির নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ-যুবলীগ হামলা করেছে। পুলিশ ৩৫ লাখ বিএনপির নেতাদের নামে আড়াই লাখ মামলা দিয়েছে। তাতেও বিএনপির নেতাদের দমাতে পারেননি। হামলা-মামলা করে আর বিএনপিকে দমাতে পারবেন না। জেলার আশুগঞ্জ পূর্ববাজারে জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুরে উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা বলেন, নির্দলীয়-নিরপেক্ষ সরকার ছাড়া ও খালেদা জিয়ার মুক্তি ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। আর নির্বাচন হবে ব্যালটের মাধ্যমে। ইভিএম দিয়ে কোনো নির্বাচন হবে না। উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয়ের সঞ্চালনায় এ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন- ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য উকিল আব্দুস ছাত্তার ভুঁইয়া।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |