মাঙ্কিপক্সের প্রথম রোগী শনাক্ত ইন্দোনেশিয়ায়
নিউজ ডেস্ক:
|
বিশ্ব জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা মাঙ্কিপক্সের প্রথম সংক্রমণ শনাক্ত করার কথা নিশ্চিত করেছে ইন্দোনেশিয়া। জুলাইয়ে রোগটিকে বিশ্বের জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) । ওই মাসেই ইন্দোনেশিয়ার প্রতিবেশী সিঙ্গাপুরে মাঙ্কিপক্সের প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল। ৫ অগাস্ট পর্যন্ত দেশটিতে এ রোগের ১৫ জন রোগী শনাক্ত হয়। দক্ষিণপূর্ব এশিয়ার ফিলিপিন্স ও থাইল্যান্ডেও মাঙ্কিপক্সের রোগী শনাক্ত হয়েছে। বিশ্বের ৮০টিরও বেশি দেশে ছড়ানো মাঙ্কিপক্সে আক্রান্ত ৪০ হাজারেরও বেশি রোগী শনাক্ত হয়েছে। রোগটিতে এ পর্যন্ত বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে। নিউজ ডেস্ক| দৈনিক আজবাংলা |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |