মাঙ্কিপক্সের প্রথম রোগী শনাক্ত ইন্দোনেশিয়ায়
নিউজ ডেস্ক:
প্রকাশ: রবিবার, ২১ আগস্ট ২০২২, ১২:৫০ রাত | অনলাইন সংস্করণ

বিশ্ব জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা মাঙ্কিপক্সের প্রথম সংক্রমণ শনাক্ত করার কথা নিশ্চিত করেছে ইন্দোনেশিয়া।
দেশটিতে মাঙ্কিপক্স আক্রান্ত এক রোগীর সন্ধান পাওয়া গেছে বলে শনিবার জানিয়েছে ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।

জুলাইয়ে রোগটিকে বিশ্বের জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ।

ওই মাসেই ইন্দোনেশিয়ার প্রতিবেশী সিঙ্গাপুরে মাঙ্কিপক্সের প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল। ৫ অগাস্ট পর্যন্ত দেশটিতে এ রোগের ১৫ জন রোগী শনাক্ত হয়। দক্ষিণপূর্ব এশিয়ার ফিলিপিন্স ও থাইল্যান্ডেও মাঙ্কিপক্সের রোগী শনাক্ত হয়েছে।

বিশ্বের ৮০টিরও বেশি দেশে ছড়ানো মাঙ্কিপক্সে আক্রান্ত ৪০ হাজারেরও বেশি রোগী শনাক্ত হয়েছে। রোগটিতে এ পর্যন্ত বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক| দৈনিক আজবাংলা


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭