বিশ্ব স্বাস্থ্য সংস্থার অ্যাডভাইজারি গ্রুপের সদস্য হলেন ডা. স্বপ্নীল
নিউজ ডেস্ক:
|
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ এশিয়ার ভাইরাল হেপাটাইটিস, এইচআইভি ও এসটিআই-সংক্রান্ত স্ট্র্যাটেজিক ও টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপের সদস্য নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। বুধবার (১২ অক্টোবর) দুপুরে অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল নিজেই ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। সম্প্রতি সংস্থাটির রেজিওনাল কার্যালয় থেকে এক চিঠির মাধ্যমে তাকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি জানান, বিষয়টি আমার জন্য অবশ্যই গর্বের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়া অঞ্চলের ১০ জনের মতো বিশিষ্ট বিশেষজ্ঞকে সংস্থাটি সরাসরি নিয়োগ দিয়েছে। বাংলাদেশ থেকে শুধুমাত্র আমিই এই গ্রুপের সদস্য নির্বাচিত হয়েছি। জানা গেছে, ভাইরাল হেপাটাইটিস, এইচআইভি ও এসটিআই-সংক্রান্ত স্ট্র্যাটেজিক ও টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপের সদস্যরা এই অঞ্চলের ভাইরাল হেপাটাইটিসসহ সংক্রামক রোগগুলো মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে উচ্চ পর্যায়ের পরামর্শ দেয়। এ ছাড়া তারা এসব রোগ প্রতিরোধ, নির্ণয় ও চিকিৎসায় সুলভ ও কার্যকর পন্থা নির্ধারণে সহায়তাসহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। প্রসঙ্গত, অধ্যাপক ডা. স্বপ্নীল দীর্ঘদিন ধরেই বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় পেশাদারী দায়িত্ব পালন করছেন। তিনি ইউরো-এশিয়ান গ্যাস্ট্রোএন্টারোলজিক্যাল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট এবং সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব দ্যা লিভারের সাধারণ সম্পাদক। পাশাপাশি তিনি এশিয়ান প্যাসেফিক অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব দ্য লিভারের কার্যকরী কমিটিরও একজন সদস্য। অধ্যাপক স্বপ্নীল ইন্টার একাডেমি পার্টনারশিপের স্টেম সেল গবেষণা সংক্রান্ত-বিশেষ কমিটিরও অন্যতম সদস্য। বাংলাদেশে উদ্ভাবিত এমআরএনএ কোভিড-১৯ ভ্যাকসিন বঙ্গভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়ালগুলোর প্রধান গবেষকও অধ্যাপক ডা. স্বপ্নীল। বিভিন্ন বৈজ্ঞানিক জার্নালে তার তিন শতাধিক প্রকাশনা রয়েছে। এ ছাড়া তিনি লিভার বিষয়ক ছয়টি আন্তর্জাতিক টেক্সট ও রেফারেন্স বইয়ের এডিটর। পৃথিবীর একাধিক শীর্ষস্থানীয় লিভার বিষয়ক জার্নালের এডিটোরিয়াল বোর্ডেরও অন্যতম সদস্য অধ্যাপক ডা. স্বপ্নীল।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |