ভারত-বধের নিজস্ব টোটকা জানালেন মিঁয়াদাদ
নিউজ ডেস্ক:
|
টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে বড় ম্যাচের কমতি নেই। কিন্তু সব ছাপিয়ে আলোচনার কেন্দ্রে ২৪ অক্টোবরের ভারত-পাকিস্তান মহারণ। কোনো সংস্করণের বিশ্বকাপেই ভারতকে কখনো হারাতে পারেনি পাকিস্তান। এ কারণেই হয়তো আগুনে এই লড়াই নিয়ে পাকিস্তানের সাবেকরা এবার বেশি উৎসাহী। প্রতিদিনই কেউ না কেউ বিশ্বকাপ মঞ্চে ভারতের গেরো খোলার রেসিপি নিয়ে হাজির হচ্ছেন। সেই ধারাবাহিকতায় এবার ভারত-বধের নিজস্ব টোটকা বাবর আজমদের জানালেন ‘বড়ে মিয়া’ জাভেদ মিঁয়াদাদ। সাবেক পাকিস্তান অধিনায়ক অবশ্য যুগান্তকারী কিছু বলেননি। তার অভিমত, ভারতকে হারাতে ভয়ডরহীন সাহসী ক্রিকেট খেলতে হবে পাকিস্তানকে। মিঁয়াদাদের ভাষায়, ‘চাপ না নিয়ে অকুতোভয় ক্রিকেট খেলতে হবে। টুর্নামেন্টে মোমেন্টাম পাওয়ার ক্ষেত্রে ভারতের বিপক্ষে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। ভারত শক্তিশালী দল। দারুণ সব খেলোয়াড় আছে তাদের। কিন্তু ভয় ও চাপ দূরে সরিয়ে সবাই যদি নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে, অবশ্যই আমরা ভারতকে হারাতে পারব।’ জেতার জন্য শুধু অধিনায়ক বাবর আজমের দিকে তাকিয়ে থাকতে নারাজ মিঁয়াদাদ। টি ২০ ক্রিকেটকে তিনি ‘ওয়ানম্যান শো’ মনে করেন না। টেস্ট ও ওয়ানডের মতো টি ২০তেও সম্মিলিত প্রচেষ্টার জয়গান গাইলেন মিঁয়াদাদ, ‘মানুষ ভাবে টি ২০ সংস্করণে এক বা দুজন খেলোয়াড়ই ম্যাচ জেতাতে পারে। কিন্তু আমার মতে, এই সংস্করণে চূড়ান্ত সাফল্যের জন্য দলের প্রত্যেকেরই ছোটখাটো অবদানের প্রয়োজন হয়। ২০ রানের ছোট একটি ইনিংস, ভালো একটি ওভার, দারুণ কোনো ক্যাচ বা রানআউটও আপনাকে ম্যাচ জেতাতে পারে। মিলিত চেষ্টায় দল হিসাবে ভালো করাই এখানে গুরুত্বপূর্ণ। প্রতি বলেই ছয় মারার চেষ্টার দরকার নেই। সঠিক সময় ও সঠিক বলের অপেক্ষায় থাকতে হবে।’ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |