ভারতের বিপক্ষেও জিততে চায় বাংলাদেশের কোচ
নিউজ ডেস্ক:
|
শ্রীলঙ্কাকে হারিয়ে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের শুভযাত্রা হয়েছে বাংলাদেশের। আগামীকাল সোমবার জামাল ভূঁইয়াদের জন্য কঠিন পরীক্ষা নিতে যাচ্ছে ভারত। মালদ্বীপের রাজধানী মালের জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৫টায় ম্যাচটা শুরু হবে। এই ম্যাচ ঘিরে দুই প্রতিবেশী দেশের ফুটবল অঙ্গনে চলছে উত্তেজনা। সেই উত্তেজনা বাড়িয়ে বাংলাদেশ কোচ অস্কার ব্রুজোন আজ বললেন, একাগ্রতা আর আত্মবিশ্বাসে জামাল ভূঁইয়ারাই বিশ্বের সেরা দল। বাংলাদেশ দলের সবচেয়ে বড় সমস্যা গোল করার লোকের অভাব। শ্রীলঙ্কার বিপক্ষেও পেনাল্টি থেকে গোল করেছে বাংলাদেশ। সেটাও আবার একজন ডিফেন্ডারের সৌজন্যে। আজ রবিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অস্কার ব্রুজোন বলেন, 'ভারতের বিপক্ষে আমরা জিততে চাই। আমি আগেই বলেছি, ভারত এখানে ফেবারিট। উপমহাদেশ তাদেরই অন্যদের চেয়ে ভালো লিগ রয়েছে। সমস্যা দূর করে আমরা প্রতি ম্যাচেই গোল করতে চাই এবং করব আশা করি।' কালকের ম্যাচে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হবেন ভারত অধিনায়ক সুনিল ছেত্রী। এই তারকাকে আটকানোর পরিকল্পনাও এঁটেছেন ব্রুজোন, 'ছেত্রীকে আমি ভালোভাবে চিনি ও জানি। তার কোচ ছিলাম। ডি বক্সে সে ভয়ংকর এক খেলোয়াড়। অল্প জায়গা থেকে গোল করে দিতে পারে। তবে তাকে কীভাবে থামাতে হয়, সেটা আমি জানি। কাজেই আমরা সেভাবেই পরিকল্পনা করছি। আমি মনে করি, কাল ভালো লড়াই হবে। আমরা লড়াই করব এবং জয়ের জন্যই খেলব।' |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |