ভারতকে অনুসরণ করা তাদের মতো শিক্ষিত জাতিগুলোর উচিত হবে না : শহীদ আফ্রিদি
নিউজ ডেস্ক:
|
নিউজিল্যান্ড ও ইংল্যান্ড দল সফর বাতিল করায় ঝড় বয়ে যাচ্ছে পাকিস্তানের ক্রিকেটাঙ্গনে। বিষয়টি নিয়ে দেশটির সাবেক ক্রিকেট তারকারাও প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করছেন। এই তালিকায় সর্বশেষ সংযোজন শহীদ আফ্রিদি। সাবেক এই পাকিস্তানি অধিনায়ক ওই দুই দলের সফর বাতিলের পেছনে ভারতের হাত দেখছেন। গত ১৭ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলার কথা ছিল নিউজিল্যান্ডের। কিন্তু হামলার হুমকির কারণ দেখিয়ে ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে পুরো সফর বাতিল করে দেয় কিউইরা। এই ঘটনায় পাকিস্তান ক্রিকেট বেশ বড় ধরনের ধাক্কা খায়। আফ্রিদির মতে, নিউজিল্যান্ড যা করেছে তা ‘ক্ষমার অযোগ্য’। নিউজিল্যান্ড সফর বাতিল করার কয়েকদিন পর একই পথে হাঁটে ইংল্যান্ডও। ইংলিশ ছেলে ও মেয়েদের ক্রিকেট দলের পাকিস্তান সফর বাতিল করে দেয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আফ্রিদি মনে করেন, পুরো সফর বাতিল না করে নিউজিল্যান্ড দল পাকিস্তান কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থার দিকে নজর দিতে পারতো। ‘ক্রিকেট পাকিস্তান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ‘আমরা সবাই জানি একটা সফর আয়োজনের জন্য কত প্রস্তুতি নিতে হয়। সফরকারী দলের নিরাপত্তা দলের সদস্যরা পুরো বিষয়টা তদন্ত করে দেখে। রাস্তাগুলো নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয় এবং যখন সবকিছু ঠিকঠাক থাকে, তখন দলগুলোকে সফরের জন্য সবুজ সংকেত দেওয়া হয়। ’ বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার আরও বলেন, ‘নিউজিল্যান্ড দলকে পাকিস্তানের মানুষ ভালোবাসে এবং তারা যা করেছে তা ক্ষমার অযোগ্য। যদি কোনো হুমকি থাকতো, তাহলে তাদের উচিত ছিল তা পিসিবিকে জানানো এবং পাকিস্তানের নিরাপত্তা বাহিনী কি ব্যবস্থা নেয় তার জন্য অপেক্ষা করা। ’ এদিকে গত বুধবার পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী দাবি করেছেন, নিউজিল্যান্ড দলকে হুমকির ই-মেইলটি ভারত থেকে ভিপিএন ব্যবহার করে পাঠানো হচ্ছে, যার লোকেশন দেখাচ্ছে সিঙ্গাপুর। এই বিষয়ে কথা বলতে গিয়েই রীতিমত বোমা ফাটিয়েছেন আফ্রিদি। তার মতে, শুধু একটি দেশ পাকিস্তানের বিপক্ষে বলে শিক্ষিত জাতিগুলোর একই ভুল করা উচিত নয়। এভারেস্ট প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে নেপালে অবস্থারত আফ্রিদি বলেন, ‘বড় পরিসরে চিন্তা করলে, আমার মতে আমাদের এখন সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে বিশ্বকে দেখানোর যে আমরাও একটি দেশ এবং আমরা এই দেশ নিয়ে গর্বিত। একটা দেশ আমাদের পেছনে লাগে সেটা ঠিক আছে, কিন্তু আমি মনে করি না বাকি দেশগুলোরও একই ভুল করা উচিত। ভারতকে অনুসরণ করা তাদের মতো শিক্ষিত জাতিগুলোর উচিত হবে না। ’ তিনি আরও বলেন, ‘ক্রিকেট সম্পর্ক বাড়ায়। ভারতের অবস্থা খারাপ ছিল। আমরা হুমকি পাচ্ছিলাম। বোর্ড (পিসিবি) আমাদের বলেছিল সেখানে যেতে এবং আমরা গিয়েছি। একইভাবে, করোনাকালে, ইংল্যান্ডের অবস্থাও খারাপ ছিল, কিন্তু ক্রিকেট ঠিকই চলেছে। আপনি যদি মিথ্যা ই-মেইলে বিশ্বাস রাখেন এবং সফর বাতিল করেন তাহলে আমার বিশ্বাস আপনি তাদের জেতার পথ দেখাচ্ছেন। এটা সঠিক পথ নয়। ’ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |