বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১

ব্যর্থতার ভয়ে উচ্চাকাঙ্ক্ষার কথা বলতে পারি নাঃ সোহান
নিউজ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২, ০২:৫১ রাত | অনলাইন সংস্করণ
ব্যর্থতার ভয়ে উচ্চাকাঙ্ক্ষার কথা বলতে পারি নাঃ  সোহান

ছবি । সংগৃহীত

একটা সাহসী মন্তব্য করলেই ক্রিকেটারদের চেপে ধরা হয়। ট্রল করা হয়। ‘লর্ড’ অ্যাখ্যা দিয়ে দেওয়া হয়। ‘কথা রাখেনি’ প্রশ্ন ওঠার ভয়ে ক্রিকেটাররা লক্ষ্য, উচ্চাকাঙ্ক্ষা নিয়ে মন্তব্য করতে পারেন না। টি-২০ দলের সহ-অধিনায়ক নুরুল হাসান সোহানের মতে, বিশ্বকাপ জিততে চাই বলা মানে কালই তো জেতা নয়!

বরং একটা স্বপ্নকে, একটা লক্ষ্যকে একটু একটু করে লালন করা। তরুণদের, নতুনদের সাহস দেওয়া। ‘স্বপ্ন দেখি’ ওই বার্তা পৌছে দেওয়া। কিন্তু বাংলাদেশের ক্রিকেটে ওই সংস্কৃতি নেই বলে ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকইনফোর সঙ্গে আলাপে মন্তব্য করেছেন সোহান।

জিম্বাবুয়ে ও আরব আমিরাতে টি-২০ দলকে নেতৃত্ব দেওয়া সোহান বলেছেন, ‘আমাদের এখানকার সংস্কৃতি এমন যে, ব্যর্থতার ভয়ে আমরা নিজেদের লক্ষ্য, উচ্চাকাঙ্ক্ষা নিয়ে কথাই বলতে পারি না। যদি আমি এখন বলি, বিশ্বকাপ জিততে চাই, তার মানে এখনই এটা জেতা নয়। কিন্তু এই কথাটা বারবার বললে আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো আত্মবিশ্বাস পাবে। হয়তো আমি থাকবো না কিন্তু আমাদের মধ্যে জন্ম নেওয়া ওই বিশ্বাসটা থেকে যাবে।’

সোহান জানান, নেতিবাচক মন্তব্যের ভয়ে কোণঠাসা না হয়ে দলে ওই সংস্কৃতি তৈরি করতে হবে। সাফল্য ক্ষুধা নিয়ে কথা বলতে হবে। বিশ্বাস জন্মাতে হবে। ব্যর্থ হলে সমালোচনা হবে, তা মাথা পেতে নেওয়ার জন্য প্রস্তুতি থাকতে হবে। তিনি মনে করেন, এই বাংলাদেশ দলের তিন-চারজন ফর্মে থাকলেই দল ফল পেতে শুরু করবে।

সোহান মনে করেন, দল সবকিছুর আগে। টিম তত্ত্বে তিনি ২০০ ভাগ বিশ্বাস করেন। বুধবার নিউজিল্যান্ড থেকে বিসিবির বার্তায়ও সোহান টিম গেমের কথা বলেছেন। তিনি মনে করেন, স্বতন্ত্র অনুশীলন, পারফরম্যান্সের চেয়ে টিম বন্ডিং বেশি গুরুত্বপূর্ণ, ‘আমি ২০০ ভাগ বিশ্বাস করি যে, দল সবকিছুর আগে। এর বাইরে কিছু ভাবলে ফল আসবে না। ১১ নম্বরে ব্যাটিং করে দল উপকৃত হলে সেটাই করতে হবে।’

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ শুক্রবার উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে। ওই ম্যাচেও তিনি জয়-পরাজয়ের কথা না ভেবে প্রসেস ঠিক রাখায় জোর দিয়েছেন। শুধু ছক্কা মারলে রান হয় না বলে উল্লেখ করেছেন, ‘ছক্কা মেরে পরের তিন বল ডট দিলে রান বাড়ে না। এতে দলও উপকৃত হয় না। অন্য দলের মতো আমাদের শক্তির জায়গা বুঝতে হবে।’

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ