বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১

বিশ্বকাপের সেরা একাদশে সালমা খাতুন
নিউজ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ০৫ এপ্রিল ২০২২, ০৭:৩১ বিকাল | অনলাইন সংস্করণ

বাংলাদেশের জন্য অভিষেক বিশ্বকাপ ছিল নিউজিল্যান্ডে সদ্য সমাপ্ত নারী ওয়ানডে বিশ্বকাপ। আইসিসির এই ইভেন্টে প্রথমবার খেলেই বিশ্বকাপের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সালমা খাতুন। ২০২২ বিশ্বকাপের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়দের নিয়ে এই একাদশ সাজানো হয়েছে, যে দলের অধিনায়ক করা হয়েছে অস্ট্রেলিয়াকে এবার শিরোপা জেতানো ম্যাগ লেনিংকে।

এই দলটি বেছে নিয়েছে আইসিসির প্যানেল। যার প্রধান ছিলেন ক্রিস তেতলি। তার সঙ্গে প্যানেলে সদস্য হিসেবে ছিলেন ধারাভাষ্যকার লিসা স্টেলেকার, নাসের হোসেইন ও নাতালি গার্মানোস এবং সাংবাদিক অলোক গুপ্তা ও ক্রিস্টি হাভিল।

টুর্নামেন্টসেরা অ্যালিসা হিলিসহ দলে জায়গা পেয়েছেন বিশ্বজয়ী অস্ট্রেলিয়ার চারজন ক্রিকেটার। লেনিংয়ের সহ-অধিনায়ক হিসেবে রাখা হয়েছে তারই স্বদেশি রেচেল হেনেসকে। অস্ট্রেলিয়ার আরেকজন হলেন বেথ মুনি।

একাদশে আছেন দক্ষিণ আফ্রিকার তিনজন-লরা উলভার্ট, মারিজান ক্যাপ এবং শাবনিম ইসমাইল। ইংল্যান্ড থেকে আছেন দুইজন— নেট স্কাইভার এবং শপি এক্সলেসটন। ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউজ জায়গা পেয়েছেন।

সুযোগ পাননি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের কেউ। বাংলাদেশ থেকে একাদশে জায়গা পাওয়া একমাত্র প্রতিনিধি সালমা খাতুন।

অফস্পিনিং অলরাউন্ডার সালমা খাতুন পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচে বল হাতে ৯ ওভারে মাত্র ২৯ রান খরচায় তুলে নিয়েছিলেন মূল্যবান একটি উইকেট। এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে বুক চিতিয়ে লড়াই করার ম্যাচেও মূল্যবান তিনটি উইকেট তুলে নিয়ে অজি ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন।

সালমা টুর্নামেন্টজুড়ে বল হাতে ছড়ি ঘুরিয়ে তুলে নিয়েছেন ১০ উইকেট। সেরা ২৩ রানে ৩ উইকেট। ইকোনমি : ৩.৭৯।

আইসিসির বিশ্বকাপ সেরা একাদশ

লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা)
অ্যালিসা হিলি (উইকেটরক্ষক) (অস্ট্রেলিয়া)
ম্যাগ লেনিং (অধিনায়ক) (অস্ট্রেলিয়া)
রেচেল হেনেস (অস্ট্রেলিয়া)
নেট স্কাইভার (ইংল্যান্ড)
বেথ মুনি (অস্ট্রেলিয়া)
হেইলে ম্যাথিউজ (ওয়েস্ট ইন্ডিজ)
মারিজান ক্যাপ (দক্ষিণ আফ্রিকা)
শপি এক্সলেসটন (ইংল্যান্ড)
শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা)
সালমা খাতুন (বাংলাদেশ)

দ্বাদশ সদস্য : চার্লি ডিন (ইংল্যান্ড)

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ