শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৭ অগ্রহায়ণ ১৪৩১

বিএনপি যত ষড়যন্ত্রই করুক ইনশাল্লাহ শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেনঃ চিফ হুইপ
নিউজ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৩:০৯ রাত | অনলাইন সংস্করণ
বিএনপি যত ষড়যন্ত্রই করুক ইনশাল্লাহ শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেনঃ চিফ হুইপ

ছবি । সংগৃহীত

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, বিএনপি যত ষড়যন্ত্রই করুক ইনশাল্লাহ্ শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন। কারণ শেখ হাসিনা সরকার করোনার মধ্যে যেভাবে বিনামূল্যে টিকা, স্বাস্থ্যসেবা ও খাদ্য দিয়ে আমাদের বাঁচিয়েছে। বিভিন্ন ধরনের সংকট তিনি যেভাবে মোকাবেলা করছেন শেখ হাসিনার বিকল্পই তো বাংলাদেশে কেউ নাই। 

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুরের শিবচরে এরফান ইন্টারন্যাশনাল হাই স্কুলের নতুন ভবনের উদ্বোধন শেষে বিদ্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা প্রশাসক মুনীর চৌধুরী। এরফান ইন্টারন্যাশনাল হাই স্কুলের সভাপতি প্রফেসর ডা. মো. সেলিম আকনের সভাপতিত্বে এই সময় আর উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিবুল ইসলাম, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন প্রমুখ। 

বিকেলে শিবচর পৌরসভার চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন বলেন, আগামী সংসদ নির্বাচন হবে, হয়তো বিএনপি কয়েকটি আসন পাবে। বিএনপি যদি তালিকা করে তাহলে ৩শ সিটে নমিনেশন দিতে পারবে না। আমাদের শিবচরে কাকে দিবে নাম বলতে পারবেন? যাকে দিবে তার সঙ্গে আমাদের কোন প্রতিযোগিতা হবে ? এইরকম প্রার্থী ৩ শ আসনে ৬শ দিতে পারবে। কিন্তু যোগ্য প্রার্থী বিএনপি ৩শ দেওয়ার ক্ষমতা রাখে না। প্রধানমন্ত্রীর জন্য তারা ভাড়া করে নেতা জোগার করতে পারে। কিন্তু শেখ হাসিনার মতো যোগ্য প্রধানমন্ত্রী বাংলাদেশে আর নাই। এ সভায় মাদারীপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মুনির চৌধুরীর জন্য ভোট চান নেতৃবৃন্দ। 

এসময় মাদারীপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আ: লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মো. তোফাজ্জেল হোসেন খান তোতা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ