বিএনপি-জামায়াত দেশকে পাকিস্তান বানাতে মাঠে নেমেছেঃ নাছির
নিউজ ডেস্ক:
|
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের প্রধান বেনিফিশিয়ারি সেনা শাসক জিয়াউর রহমান সুস্পষ্টভাবে পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়ন করেছেন। বাংলাদেশকে পাকিস্তান বানানোর ব্যর্থ স্বপ্ন দেখেছেন। সেই ব্যর্থ স্বপ্ন পূরণে বিএনপি-জামায়াত দেশকে অস্থিতিশীল করার জন্য অযৌক্তিক অজুহাতে মাঠে নেমেছে। শনিবার (২৫ আগস্ট) বিকেলে ২৫নং রামপুরা ওয়ার্ড আওয়ামী লীগের জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি প্রধান বক্তার বক্তব্য এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি জামায়াতের ডাকে আন্দোলনের জোয়ার এখন ভাটায় পড়েছে। কেননা তাদের সঙ্গেই ছিল স্বাধীনতা বিরোধী একটি অপশক্তি। এদের বিরুদ্ধে শেষ লড়াই করার জন্য নতুন প্রজন্ম প্রস্তুত। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লড়ছেন। এখন আমাদের প্রতিটি নেতাকর্মীদের এলাকায় গিয়ে মানুষের কষ্টের ভাগীদার হওয়া এবং তাদের সহায়তা করা প্রয়োজন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, সহ্যের সীমা ছাড়িয়ে গেলে যে কোনো অপশক্তিকে মাঠে নামা মাত্রই প্রতিহত করবো। শোকাবহ এই মাসে আমরা বঙ্গবন্ধুর আরাধ্যের সোনার বাংলা রচনায় কোনো আগাছা তৈরি হতে দেব না। বঙ্গবন্ধু হত্যার দৃশ্যমান খুনিদের বিচার ও রায় কার্যকর হলেও মূল হোতা ও পরিকল্পনাকারীরা এখনও অধরা রয়ে গেছে। তারাই আবার আরেকটি আগস্ট ট্র্যাজেডি ঘটানোর হুমকি দিচ্ছে। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেমের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক দিলদার খান দিলুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, উপদেষ্টা আলহাজ্ব সফর আলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব লায়ন মোহাম্মদ হোসেন প্রমুখ।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |