শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

বিএনপির প্রতিবাদ বিক্ষোভ সহ্য করতে পারছেন না প্রধানমন্ত্রীঃ রিজভী
নিউজ ডেস্ক:
প্রকাশ: শনিবার, ০৩ সেপ্টেম্বর ২০২২, ০২:১৭ রাত | অনলাইন সংস্করণ
বিএনপির প্রতিবাদ বিক্ষোভ সহ্য করতে পারছেন না প্রধানমন্ত্রীঃ  রিজভী

ছবি । সংগৃহীত

নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশব্যাপী বিএনপি যে বিক্ষোভ মিছিল করছে তা প্রধানমন্ত্রী সহ্য করতে পারছেন না বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার বগুড়ায় বিএনপি পার্টি অফিসের সামনে নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদল কর্মী শাওনের গায়েবানা জানাজার পূর্বে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, কদিন আগে আওয়ামী লীগের একটি সভায় প্রধানমন্ত্রী বলেছিলেন এখন থেকে বিরোধীদলের ওপর কোনো ধরনের আক্রমণ করা হবে না। তাদেরকে তাদের কর্মসূচি করতে দেয়া হবে। গণভবন ঘেরাও করলেও তাদেরকে কিছু বলা হবে না। আমি গতকালও বলেছি উনি (প্রধানমন্ত্রী) মিথ্যা কথা বলেননি। কারণ উনি বলেছেন কাউকে আক্রমণ করা হবে না। কিন্তু কাউকে যে হত্যা করা হবে না এই কথা তিনি তখন বলেননি। মূলত তিনি বিরোধীদলের নেতাকর্মীদের ওপর হামলা নয়, হত্যা করার কথা বলেছেন।

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি করা হয়েছে অস্বাভাবিকভাবে, সেটার প্রতিবাদ করছে জেলায় উপজেলায় জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা, এটুকুই সহ্য করতে পারেননি প্রধানমন্ত্রী।

‘ভোলায় হত্যা করলেন নূরে আলম, বআব্দুর রহিমকে। গতকাল নারায়ণগঞ্জে হত্যা করলেন শাওনকে। আজ নুরে আলম, আব্দুর রহিম এবং শাওনের যে রক্তমাখা শার্ট আজকে এই শার্ট জাতীয়তাবাদী শক্তির তথা বিএনপির প্রানের পতাকা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে’—যোগ করেন তিনি।

বিএনপির এই মুখপাত্র বলেন, আমরা হয়তো নিহত শাওনের মায়ের হৃদয় বিদারক কান্না থামাতে পারব না। কিন্তু জাতীয়তাবাদী শক্তি যদি জেগে থাকে তাহলে আমরা দেশের স্বাধীনতা রক্ষা করতে পারব, গণতন্ত্র রক্ষা করতে পারবো স্বার্ভভৌমত্ব রক্ষা করতে পারবো এবং গণতন্ত্রের প্রতিক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রক্ষা করতে পারব। সেই সাথে আজকে এই ঘন অন্ধকারের মধ্যে আমাদেরকে যিনি নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমানকে আমরা দেশে ফিরিয়ে আনতে পারব।

এসময় গোলাম সিরাজ এমপিসহ-বগুড়া জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

নিউজ ডেস্ক। দৈনিক আজবাংলা

 

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ