শুক্রবার ২২ নভেম্বর ২০২৪ ৭ অগ্রহায়ণ ১৪৩১

বাম জোটের অর্ধদিবস হরতাল ২৫ আগস্ট
নিউজ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৬ আগস্ট ২০২২, ১১:১৫ রাত | অনলাইন সংস্করণ

জ্বালানি তেল ও ইউরিয়া সারের মূল্যবৃদ্ধি এবং পরিবহনভাড়া বৃদ্ধির প্রতিবাদে ২৫ আগস্ট বৃহস্পতিবার সারা দেশে আধা বেলা হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বাম গণতান্ত্রিক জোটের আহ্বায়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার এ ঘোষণা দেন।

সকাল ১১টা থেকে রাজধানীর পল্টন মোড় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মিছিল নিয়ে রওনা হন নেতাকর্মীরা।  জমায়েত হন বাম জোটের নেতা-কর্মীরা। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে এসেছে। তবু সরকার বাড়তি মূল্যের কথা বলে বেশি দাম নিচ্ছে।

সংক্ষিপ্ত সমাবেশের পর পল্টন মোড় হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে বাম জোটের নেতা-কর্মীরা শাহবাগের দিকে দুপুর ১২টার দিকে এলে সেখানে কাঁটাতার দিয়ে গতি রোধ করেন পুলিশ সদস্যরা। বাম জোটের নেতা-কর্মীরা কাঁটাতার সরাতে গেলে কিছুক্ষণ পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়।

সমাবেশে গণআন্দোলনের মাধ্যমে আওয়ামী সরকারের উচ্ছেদ, জনগণের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় সকল বাম গণতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

নিউজ ডেস্ক| দৈনিক আজবাংলা

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ