সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১

বঙ্গমাতা কে হৃদয়ে ধারন করে বাংলাদেশের মানুষ : স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ০৯ আগস্ট ২০২২, ০৫:১১ সকাল | অনলাইন সংস্করণ

বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ সুরক্ষা সেবা বিভাগ এর উদ্যোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকাল ২. ৩০ মিনিটে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন। সুরক্ষা সেবা বিভাগের সচিব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরীর সভাপতিত্বে সুরক্ষা সেবা বিভাগের বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানগণ ও সুরক্ষা সেবা বিভাগ ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বঙ্গমাতার জীবনীর উপর আলোকপাত করেন। স্বাধীনতা আন্দোলনসহ দেশের বিভিন্ন জাতীয় প্রেক্ষাপটে নেপথ্যে থেকে বঙ্গবন্ধুকে প্রেরণা দিতেন তা আলোচনা করেন। আলোচনা সভায় মাননীয় মন্ত্রী বলেন, মহীয়সী নারী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ৬ দফা আন্দোলন, ৭ই মার্চের ভাষণসহ সকল আন্দোলনে বঙ্গমাতা নেপথ্যে থেকে বঙ্গবন্ধুকে প্রেরণা দিতেন। বঙ্গবন্ধু কারাগারে থাকা অবস্থায় বঙ্গবন্ধুর নির্দেশনা নেতাকর্মীদের কাছে পৌঁছে দিতেন। পরিবারের খরচ থেকেও টাকা বাঁচিয়ে নেতা-কর্মীদের আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য টাকা দিতেন। বাংলাদেশের সর্বস্তরের জনগণ বঙ্গমাতাকে বঙ্গবন্ধুর মতো হৃদয়ে ধারণ করে।

 

আলোচনা শেষে বঙ্গমাতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ