বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডাঃ এস এ মালেক এর শুভ জন্মদিন আজ
নিউজ ডেস্ক:
|
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডা. এস এ মালেকের আজ শুভ জন্মদিন। তিনি বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আবদুল্লাহ আল মামুন এর পিতা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে স্বাধীনতাবিরোধী অপশক্তি। ’৭৫ পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতি এক অন্ধকারময় অধ্যায়। এই সময়ে যারা জাতির পিতার আদর্শ চর্চা করেছেন, জাতির পিতাকে ধারণ করেছেন এবং জাতির পিতার পক্ষে লেখালেখি এবং কথাবার্তা বলেছিলেন তাদের মধ্য অন্যতম ডা. এস এ মালেক। পেশায় তিনি হোমিওপ্যাথি ডাক্তার, কিন্তু অন্ত:প্রাণ রাজনীতিবিদ। ’৭৫ এর পরবর্তী সময়ে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামের মাধ্যমে বঙ্গবন্ধুর নাম উচ্চারন করে তিনি সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। ১৯৮১ সালে জাতির পিতার কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব গ্রহণ করে দেশে ফেরার পর যারা তাকে সহযোগিতা করেছিলেন তাদের অন্যতম ডা. এস এ মালেক। ১৯৯৬ সালে দীর্ঘ ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং ক্ষমতায় আসার পর ডা. এস এ মালেককে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। আজ ১৮ই আগস্ট ডাঃ এস এ মালেক জন্মদিন। মহান আল্লাহ তায়ালার নিকট তার জন্য সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |