বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১

প্যানডোরা পেপার্সে নাম রয়েছে শচীন টেন্ডুলকারেরও
নিউজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ০৪ অক্টোবর ২০২১, ০৩:১৩ দুপুর | অনলাইন সংস্করণ

বিশ্বের বিভিন্ন দেশের নেতা, রাজনীতিবিদ এবং ধনকুবেরদের গোপন সম্পদ এবং লেনদেনের বিপুল পরিমাণ নথি ফাঁস হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

 

বিবিসির ওই প্রতিবেদনের তথ্য মতে, বর্তমান ও সাবেক নেতা, ব্যবসায়ী নেতা, রক তারকা ও বিনোদন জগতের তারকাদের পাশাপাশি প্যানডোরা পেপার্সে নাম রয়েছে ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারেরও। প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশে গোপন বিনিয়োগ ছিল শচীনের।

সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের নাম থাকায় বিস্মিত শচীনের আইনজীবী। তিনি জানিয়েছেন, শচীনের সকল বিনিয়োগ বৈধ এবং এসব বিষয়ে কর কতৃপক্ষের কাছে সব তথ্য রয়েছে।

 

এই অনুসন্ধানে আইসিআইজে’র প্রায় সাড়ে ছয় শতাধিক সাংবাদিক অংশ নিয়েছেন। আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম প্রায় এক কোটি ২০ লাখ নথি ও ফাইলপত্র হাতে পেয়েছে। সেইসব নথিতে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, পানামা, বেলিজে, সাইপ্রাস, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশের ১৪টি আর্থিক সেবা কম্পানির তথ্য রয়েছে।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ