রবিবার ২৪ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১

পাপুয়া নিউ গিনিকে অল্প রানে আটকে রাখল ওমান
নিউজ ডেস্ক:
প্রকাশ: রবিবার, ১৭ অক্টোবর ২০২১, ০৬:২৬ বিকাল | অনলাইন সংস্করণ

স্বাগতিক ওমান ও পাপুয়া নিউ গিনির (পিএনজি) মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠেছে এবারের টি-২০ বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে পিএনজি অধিনায়ক আসাদ ভালার লড়াকু ইনিংসের পরও বড় সংগ্রহ পায়নি দলটি। নেপথ্যে ছিলেন ওমান অধিনায়ক জিসান মাকসুদ।

নির্ধারিত ২০ ওভারে পাপুয়া নিউ গিনির সংগ্রহ ৯ উইকেটে ১২৯ রান।

টি-২০ বিশ্বকাপের সপ্তম আসরের প্রথম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ওমান অধিনায়ক জিসান। বল হাতে স্বাগতিকদের শুরুটা হয় দারুণ। পিএনজির রানের খাতা খোলার আগেই তারা তুলে নেয় ২ উইকেট।

পিএনজির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন টনি উরা ও লেগা সিয়াকা। প্রথম ওভারেই শূন্য রানে বিল্লাল খানের বলে বোল্ড হন উরা। পরের ওভারের তৃতীয় বলে কালিমুল্লাহ যখন সিয়াকাকে বোল্ড করেন, তখনও স্কোরবোর্ডে কোনো রান তুলতে পারেনি পিএনজি।

এরপর চার্লস আমিনিকে নিয়ে শক্ত প্রতিরোধ গড়ে তোলেন আসাদ। দুজনে মিলে গড়েন ৮১ রানের জুটি। ভুল বোঝাবুঝিতে ৩৭ রান করে আমিনি রান আউট হন। এরপর থেকে আসা যাওয়ার মিছিলে যোগ দেন পিএনজির ব্যাটসম্যানরা। 

চলতি বিশ্বকাপের প্রথম ফিফটি করে ৫৬ রানে আউট হন আসাদ। এরপর সি বাউ ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি। পিএনজির এই দুর্দশার পেছনের কারিগর ছিলেন জিসান। 

ওমান অধিনায়কের ঘূর্ণিতে একপ্রকার কুপোকাত হয়ে যান পিএনজির ব্যাটাররা। ১৬তম ওভারে তিনি একাই শিকার করেন ৩ উইকেট। শেষ পর্যন্ত ৪ ওভারে ২০ রানে ৪ উইকেট শিকার করেন এই অলরাউন্ডার।

এছাড়া কালিমুল্লাহ ও বিলাল দুটি উইকেট শিকার করেন। শেষ ৫ ওভারে মাত্র ১৭ রান করে পিএনজি, হারায় ৫ উইকেট। 

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ